রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

পাবনায় ওয়ালিদ হত্যা মামলায় ১২ জনকে বিভিন্ন মেয়াদে সাজা

image_75450.pabna-map

পাবনার বেড়া উপজেলার কিশোর ওয়ালিদ হত্যা মামলার রায়ে ১২ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন আদালত। আজ সোমবার বিকেল ৪টায় পাবনার অতিরিক্ত দায়রা জজ আদালত-১-এর বিচারক মুন্সী মশিয়ার রহমান এ রায় প্রদান করেন। রায়ে ১২ আসামির মধ্যে পৃথক ধারায় একজনকে ১৮ বছর, ১০ জনকে ১১ বছর ও একজনকে এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- আব্দুল কুদ্দুস, বাবলু হোসেন, সরোয়ার, ঠান্টু প্রামানিক, হারেজ আলী, আজাদ হোসেন, আব্দুল হালিম, মিজানুর রহমান, আব্দুল মালেক, আব্দুল জলিল, আবু সামা ও আলামিন হোসেন। দণ্ডপ্রাপ্তদের মধ্যে ১৮ বছরের সাজাপ্রাপ্ত প্রধান আসামি ঠান্টু পলাতক রয়েছে।মামলার বিবরণ সূত্রে জানা গেছে, জেলার বেড়া উপজেলার পেঁচাকোলা ওয়াবদা বাঁধের ওপর ২০০২ সালের ১১ জুলাই পূর্ববিরোধের জের ধরে আসামিরা সংঘবদ্ধ হয়ে ওয়ালিদ মোল্লাকে লোহার রড, লাঠি, চাইনিজ কুড়াল, লোহার পাইপ, হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় ১৪ জনকে আসামি করে তার বড় ভাই মজিবর মোল্লা বেড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা বেড়া থানার এসআই সাদেকুর রহমান ঘটনার তদন্ত শেষে ১৪ জনকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করেন। দীর্ঘ শুনানি ও ২৪ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আজ সোমবার বিকেলে বিজ্ঞ বিচারক এ রায় ঘোষণা করেন।আদালতের পেশকার আব্দুল আজিজ জানান, ১৪ জন আসামির মধ্যে দুজন আসামি বিচারাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।