রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

পহেলা জানুয়ারিতেই শিক্ষার্থীদের হাতে নতুন বই

image_158971.mostafijur rahman_49541

 

প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মো. মোস্তাফিজুর রহমান এমপি বলেছেন, নতুন বছরের পহেলা জানুয়ারি সকল শিক্ষার্থীর হাতে নতুন বই পৌঁছে দেয়া হবে, এ লক্ষ্যে ইতিমধ্যে দূরের পথে বই পাঠিয়ে দেয়া হয়েছে। সময়মতো সকল শিক্ষার্থী নতুন বই পেয়ে যাবে। আজ শুক্রবার সকালে বরিশাল নগরীর বিএম স্কুল রোডে নির্মানাধীন জেলা স্কাউট ভবন পরিদর্শনের সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি তিনি এ কথা বলেন।ঝুঁকিপূর্ণ-জরাজীর্ণ স্কুল প্রসঙ্গে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী বলেন, সারা দেশের ঝুঁকিপূর্ণ-জরাজীর্ণ স্কুলে নতুন ভবন নির্মান এবং মেরামতের কাজ চলছে। শিশুরা যাতে স্কুলে ঝুঁকিমুক্ত অবস্থায় থাকতে পারে সে লক্ষ্যে প্রাথমিক শিক্ষা খাতে সবচেয়ে বড় উন্নয়ন প্রকল্প (পিডিপি) এখন চলমান। এই প্রকল্পের আওতায় সকল ঝুঁকিপূর্ণ-জরাজীর্ণ স্কুলের উন্নয়ন কাজ চলছে।জনপ্রতিনিধি কিংবা ভিআইপিদের সংবর্ধণার নামে কোমলমতি শিশুদের রাস্তায় দাড় করিয়ে রাখার বিষয়ে মন্ত্রী বলেন, শিশুদের রোদে দাঁড় করিয়ে রেখে জনপ্রতিনিধিরা সন্মানিত বোধ করেন, এটা তিনি মনে করেন না। এই ধারার পরিবর্তন করার চেষ্টা করছেন বলে জানান তিনি। তিনি মনে করেন, এ সংস্কৃতির পরিবর্তন হবে।প্রাথমিক পর্যায়ে প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে মন্ত্রী বলেন, কথা যখন উঠেছে সেটা গুজব হোক আর যাই হোক, সেটা গুরুত্বের সাথে নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে তিনি মন্ত্রী, সচিব, মহাপরিচালক কিংবা বিজি প্রেস কারো কোন ত্রুটি আছে কিনা, বিশেষজ্ঞদের নিয়ে তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান।এ সময় মন্ত্রীর সঙ্গে জেলা প্রশাসক মো. শহীদুল আলম, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিভাগীয় উপ-পরিচালক মাহবুব এলাহী সহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।