রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

পরীক্ষায় উতরে গেলেন আল-আমিন

al-amin+3_41561

বাংলাদেশ দলের অন্যতম পেসার আল-আমিন হোসেনে বোলিং অ্যাকশনে কোন ত্রুটি খঁজে পায়নি ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। ফলে তিনি সব ধরণের ক্রিকেট খেলতে পারবেন।

আজ বুধবার দুপুরে বিষয়টি বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম। তিনি বলেন, “আজ আল আমিনের বোলিং অ্যাকশান পরীক্ষার রিপোর্ট পেয়েছি। তার বোলিংয়ে কোনো সমস্যা নেই।”

উল্লেখ্য, গত সেপ্টেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ খেলার সময় আল-আমিনের বোলিং অ্যাকশন নিয়ে অভিযোগ ওঠে। মূলত আইসিসির নিয়ম অনুযায়ী, বোলিংয়ের সময় কনুই ১৫ ডিগ্রি মাত্রা অতিক্রম করলেই কোনো ক্রিকেটারের বিপক্ষে অভিযোগ আনা হয়ে থাকে। এরপর গত ২০ অক্টোবর আইসিসির নতুন অনুমোদিত পরীক্ষাগার ভারতের চেন্নাইয়ের শ্রী রামচন্দ্র বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেন আল আমিন। তাদের দেয়া ফলাফল অনুযায়ী আল আমিনের কনুইয়ের বক্রতা ১৫ ডিগ্রির মধ্যেই পাওয়া গেছে। এ জন্য তার বোলিং নিয়ে কোনো সমস্যা নেই বলে জানিয়ে দিয়েছে আইসিসি।