সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

পদ্মায় বিশ্ব ব্যাংককে ঠেকাতে ইন্ধন ছিল : শেখ হাসিনা

image_142715.pm (7)
পদ্মা সেতু প্রকল্পে বিশ্ব ব্যাংকের অর্থ আটকাতে কোনো কোনো মহলের ইন্ধন ছিল বলে ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, দশম সংসদ নির্বাচনের আগে সরকারবিরোধী আন্দোলনে সহিংস কর্মকাণ্ড এবং ওই মহলের তৎপরতার উদ্দেশ্য ছিল একই। আজ বৃহস্পতিবার রেল মন্ত্রণালয় পরিদর্শনে এসে পদ্মাসেতু প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, রেলের জন্য খরচটাও বেড়ে গিয়েছিল, খরচ বাড়ার কারণে বিশ্ব ব্যাংক যখন এগিয়ে আসল, তাদের সহযোগিতা নিতে গেলাম। পরে একটা সময় দুর্নীতি টুর্নীতি হাবি-জাবি বলে-টলে চেষ্টা করল এটাকে ঠেকাতে।
দুর্নীতির ষড়যন্ত্রের কথা বলে বিশ্ব ব্যাংক প্রথম পদ্মা সেতু প্রকল্পে অর্থায়ন স্থগিত করে। অনেক নাটকীয়তার পর গত বছর জানুয়ারিতে ওই প্রকল্পে তাদের অর্থ না নেওয়ার সিদ্ধান্ত জানায় সরকার। এ বিষয়ে শেখ হাসিনা বলেন, এটা অন্য কারণে, প্রকৃত দুর্নীতি কোনো কিছুই হয়নি। কেউ বের করতে পারেনি।কিন্তু বিষয়টা ছিল একটা রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে। ঠিক যে উদ্দেশ্য নিয়ে বিএনপি গাড়ি পোড়াল বা রেল পোড়াল, ঠিক সেই রকমই উদ্দেশ্যে কোনো কোনো মহল থেকে এ ধরনের অভিযোগ আনা হয়েছিল। আমরা সেটা চ্যালেঞ্জ দিয়েছি, নিজের অর্থেই পদ্মা সেতু করব।