সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

নাটোর-কুমিল্লা-পঞ্চগড়ে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৮

accident_71175
নাটোর, কুমিল্লা ও পঞ্চগড়ে পৃথক সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১৮ জন। শুক্রবার সকালে ও বৃহস্পতিবার গভীর রাতে এ পৃথক দুর্ঘটনাগুলো ঘটে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।নাটোর: শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-নাটোর মহাসড়কে জেলার হয়বতপুর সৈয়দমোড় এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ জনের মধ্যে ১ জনের পরিচয় পাওয়া গেছে। তাঁর নাম মাসুদ আলম (৩২)। অন্য ২ জনের বয়স আনুমানিক ৩২ ও ৩৫ বছর।ঝলমলিয়া মহাসড়ক পুলিশ সূত্রে জানা যায়, মহাসড়কের সৈয়দপুর এলাকায় সকাল সাড়ে সাতটার দিকে ঢাকাগামী দেশ ট্রাভেলস নামের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লেগুনার ছয়জন যাত্রী গুরুতর আহত হন। তাঁদের নাটোর সদর হাসপাতালে নেওয়ার পথে একজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মাসুদ আলম ও অজ্ঞাত আরেকজন মারা যান। নিহত তিনজনের লাশ নাটোর সদর হাসপাতালে রয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।কুমিল্লা: শুক্রবার সকাল ৮টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার হরিশ্চরে কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। নিহতদের মধ্যে একজন স্থানীয় হরিশ্চর স্কুল এন্ড কলেজের শিক্ষক ফখরুল ইসলাম (৪০)। নিহত অপর নারীর নাম-পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ৩৫ বছর।হাইওয়ে পুলিশের লালমাই ফাঁড়ির ইনচার্জ খোরশেদ আলম জানান, নোয়াখালীগামী একটি কাভার্ডভ্যানের সঙ্গে বিপরীতমুখী একটি সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অটোরিকশাযাত্রী অজ্ঞাত পরিচয়র ওই নারী ঘটনাস্থলেই নিহত হন। এসময় আহত হন আরও ৪জন। আহতদের কুমিল্লা মেডিকেল হাসপাতাল নেয়ার ফখরুল ইসলামের মৃত্যু হয়।পঞ্চগড়: শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি দিয়ে বাড়ি ফেরার সময় পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন- পঞ্চগড় সদর উপজেলার বুসনিয়া পাড়া গ্রামের খোরশেদ আলম (৫৫), ছোটপুকুরী গ্রামের সলিমুল (৪৫) ও সালাউদ্দিন (৫০)। বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১টার দিকে পঞ্চগড় তেঁতুলিয়া মহাসড়কের চার মাইল গুটিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।জানা গেছে, গুটিপাড়া এলাকায় মিজানুর রহমানের পাথর ভাঙা ও বিক্রয় কেন্দ্রে একটি ট্রাক অর্ধেক মহসড়ক দখল করে পাথর লোড করছিল। এ সময় দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় দাঁড়িয়ে থাকা ট্রাকটির সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই সলিমুল ও সালাউদ্দিন নিহত হন। হাসপাতালে মারা যান খোরশেদ।