সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

দ. কোরিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা

image_77561.s. korea (3)

দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী চুং হং-উন পদত্যাগের ঘোষণা দিয়েছেন। ফেরিডুবি প্রতিরোধ ও উদ্ধার তৎরতায় ব্যর্থতার দায় স্বীকার করে আজ রবিবার সকালে এ ঘোষণা দেন তিনি। পদত্যাগের এ ঘোষণা দিয়ে ওই দুর্ঘটনা এড়াতে এবং উদ্ধার তৎপরতায় ব্যর্থতার জন্য সরকারের পক্ষ থেকে ক্ষমা চান তিনি। তিনি বলেন, প্রধানমন্ত্রী হিসেবে এ ঘটনার দায় নিয়ে আমি পদত্যাগ করছি।
চুং হং-উন বলেন, আমি আগেই পদত্যাগ করতে চেয়েছিলাম। কিন্তু ওই সময় পরিস্থিতি মোকাবিলা করাই ছিল প্রধান কাজ। আমি মনে করেছি, পদত্যাগের আগে সাহায্য করাই ছিল একটি দায়িত্বশীল কাজ। কিন্তু প্রশাসনের বোঝা না হতে এখন আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। বার্তা সংস্থা এএফপি প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, ফেরিডুবি ও উদ্ধার অভিযানে ব্যর্থতার অভিযোগে দেশটির সরকার তীব্র সমালোচনার মুখে পড়ে। এমন প্রেক্ষাপটে ওই ঘটনার দায় নিয়ে আজ সকালে রাজধানী সিউলে এক জরুরি সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন প্রধানমন্ত্রী চুং হং-উন।গত ১৬ এপ্রিল দক্ষিণ কোরিয়ার দক্ষিণ-পশ্চিম উপকূলে চার শতাধিক যাত্রী নিয়ে ডুবে যায় সাত হাজার টন ধারণক্ষমতার ফেরি সেউল। ফেরির যাত্রীদের অধিকাংশই ছিলেন স্কুলের শিক্ষক-শিক্ষার্থী। এ ঘটনায় তিন শতাধিক মানুষ নিহত বা নিখোঁজ হন। তাদের মধ্যে এখন পর্যন্ত ১৮৭ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বাকিদের সন্ধান না মিললেও তাদের কেউ বেঁচে নেই বলেই ধারণা করা হচ্ছে।ফেরিডুবির ঘটনায় দ্রুত ব্যবস্থা নিয়ে বিপর্যয় ঠেকাতে না পারার জন্য সমালোচনার মুখে রয়েছে দক্ষিণ কোরিয়ার সরকার। এ ঘটনায় ওই ফেরি পরিচালনার সঙ্গে জড়িত ১৫ জন ক্রুর সবাইকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ এনে ফৌজদারি মামলা হয়েছে।