রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

দ্রুত অনুশীলনে ফিরছেন নেইমার

34498_neimar
দ্রুত অনুশীলনে ফেরার আশাবাদ ব্যক্ত করছেন ব্রাজিল তারকা নেইমার। ১৮ আগস্ট মেক্সিকোয় গাম্পার ট্রফির ফাইনালে খেলারও আশা করছেন তিনি। জাপানে একটি স্পনসরশিপ প্রতিষ্ঠানের প্রচারণামূলক অনুষ্ঠানে গিয়ে এসব কথা জানান নেইমার। গত মওসুমে বড় কোন আসরের শিরোপা জিততে পারেনি স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। ছয় বছর পর গত মওসুমেই শিরোপা বঞ্চিত থাকতে হয় বার্সাকে। ব্রাজিলের বিশ্বকাপ দু:স্বপ্ন ভুলতে বার্সেলোনার হয়ে এ মওসুমে ভালো করার প্রত্যাশা করছেন নেইমার। ২২ বছর বয়সী তারকা বলেন, ‘ধাপে ধাপে আমার পিঠের চোট কাটিয়ে উঠছি। শতভাগ সুস্থ হয়েই আমি মাঠে নামব। আমি একটি ভাল মওসুমের প্রত্যাশা করছি। সেই সঙ্গে ভাল ফলাফলের জন্য সতির্থদের সহযোগিতা করতে চাই। আশা করছি, আমারা শিরোপা জিততে পারব।’ বিশ্বকাপে কলম্বিয়ার বিপক্ষে কোয়ার্টার-ফাইনালের ম্যাচে হুয়ান জুনিগার কারা ফাউলে মেরুদন্ডে মারাত্মক আঘাত পান নেইমার। এরপর থেকেই মাঠের বাইরে রয়েছেন তিনি। বিশ্বকাপের সেমিফাইনাল ও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে আর খেলতে নেমে বড় পরাজয় বরণ করে সেলেকাওরা। নেইমার বিহীন সেমিফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলেব লজ্জ্বাজনক ভাবে হারে ব্রাজিল। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে নেদারল্যান্ডসের কাছে ৩-০ গোলে হারে পাঁচ বিশ্ব চ্যাম্পিয়নরা।