বুধবার, ১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

দুর্ধর্ষ ডাকাতির মাধ্যমে ফলাফল ছিনিয়ে নেয়া হয়েছে-রিজভী

rijvi_83012
বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ৫ম দফায় কোথাও সাধারণ ভোটাররা ভোট দিতে পারেননি। বলা যায়, আওয়ামী লীগ, ছাত্রলীগের ক্যাডাররা ভোটকেন্দ্র দখল করে জাল ভোটের মহোৎসব করেছে। তিনি অভিযোগ করেন, দুর্ধর্ষ ডাকাতির মাধ্যমে ফলাফল ছিনিয়ে নেয়া হয়েছে। সোমবার বিকেলে নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দ্বিতীয় দফার সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। রিজভী বলেন, আমরা জনগণের ভোটের অধিকারের জন্য আন্দোলন করছি। আন্দোলনে বেগবান ১৯ দলীয় জোট। উপজেলা নির্বাচনে অংশগ্রহণ ছিল তার একটি প্রক্রিয়া। তিনি বলেন, এই নির্বাচন কমিশনের (ইসি) অধীনে বিএনপি জাতীয় নির্বাচন না করার যে ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে, সে সিদ্ধান্তই আজ সঠিক বলে প্রমাণিত হয়েছে। নতুন করে আবারো প্রমাণিত হয়েছে এই সরকার একটি দানব সরকার। তাই এই সরকার এবং এই কমিশনের অধীনে আর কোনো নির্বাচনে যাবে না বিএনপি। এসময় ৫ম ধাপে অনুষ্ঠিত দেশের বিভিন্ন কেন্দ্র দখল, ব্যালট বাক্স ছিনতাইয়ের নানা অভিযোগ উত্থাপন করে তিনি বলেন, আমাদের কথাই সত্য প্রমাণ করেছে আওয়ামী লীগ। উপজেলা নির্বাচনে তাদের কর্মকান্ড প্রমাণ করেছে আওয়ামী লীগের অধীনে কোন সুষ্ঠু বা নিরপেক্ষ নির্বাচন হতে পারে না।