সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

তুরস্কে কয়লা খনিতে বিস্ফোরণ নিহত ২০১

mine_24328_98916

তুরস্কের পশ্চিমাঞ্চলে একটি কয়লা খনিতে বিস্ফোরণে কমপক্ষে ২০১ শ্রমিক নিহত হয়েছে। মঙ্গলবার স্থানীয় সময় সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় খনির ভেতরে ৭৮৭ জন শ্রমিক কাজ করছিল বলে জানা গেছে। খনির ভেতরে এখনো পর্যন্ত যে কয়েকশ শ্রমিক আটকা পরে আছেন। তাদের উদ্ধারে কাজ করছেন উদ্ধার কর্মীরা। মৃতের সংখ্যা ক্রমেই আরো বাড়ছে। দেশটির জ্বালানি মন্ত্রী তানের ইয়িলদিজ জানান, পশ্চিমাঞ্চলীয় মানিসা প্রদেশের সোমা এলাকায় অবস্থিত ওই কয়লা খনিটিতে মোট ৭৮৭ জন শ্রমিক কাজ করছিল। বৈদ্যুতিক কোনো গোলোযোগের কারণে খনিটিতে বিস্ফোরণ ঘটে। এতে পুরো খনিতে কার্বন মনোক্সাইড ছড়িয়ে পড়লে অনেকে দমবন্ধ হয়ে মারা যায়। বর্তমানে উদ্ধারকারীরা খনিটির ভেতরে অক্সিজেন দিচ্ছে। ইতোমধ্যে খনিটির ভেতরে আটকে পড়াদের উদ্ধারে কাজ শুরু করেছে উদ্ধারকারীরা। তবে বাইরে আটকে পড়া, নিহত ও আহত শ্রমিকদের স্বজনেরা ভিড় করে আছে। এখন পর্যন্ত আহত ৮০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জ্বালানি মন্ত্রী ইয়েলদিজ জানিয়েছেন তারা আহত ও নিহতদের ক্ষতিপূরণের ব্যবস্থা করবেন। এ দুর্ঘটনার কারণে প্রধানমন্ত্রী রেসেপ তায়েপ এঁর্দোয়া তার আলবেনিয়া সফর বাতিল করেছেন। তার পরিবর্তে তিনি ঘটনাস্থলে যাবেন বলে জানা গেছে। এর আগে ১৯৯২ সালে দেশটিতে সবচেয়ে ভয়াবহ খনি দুর্ঘটনায় ২৭০ জন নিহত হয়েছিল।