সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

তারেকের বিরুদ্ধে রংপুরে গ্রেফতারি পরোয়ানা

tarique-rahman_51723

 

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অারেকটি গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এবার রংপুরের একটি আদালত বঙ্গবন্ধুকে ‘রাজাকার’ বলায় মানহানি ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে করা মামলায় এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। আজ দুপুরে রংপুরের মুখ্য বিচারিক হাকিম মনসুর আহমদের আদালতে মামলাটি করেন রংপুর মহানগর আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আলী আখতার জাহাঙ্গীর হোসেন তুহিন। এরপর বাদির জবানবন্দি শেষে অভিযোগ আমলে নিয়ে তারেকের বিরুদ্ধে এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন  উক্ত হাকিম।উল্লেখ্য, বিজয় দিবস উপলক্ষে গত ১৫ ডিসেম্বর লন্ডনে এক আলোচনা সভায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘রাজাকার, খুনি ও পাকবন্ধু’ বলে উল্লেখ করেন তারেক রহমান। তখন তারেক আরো দাবি করেন যে, ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা আসার ঠিক আগ মুহূর্তে ইয়াহিয়া খানকে প্রেসিডেন্ট মেনে তার সঙ্গে সমঝোতা করেছিলেন শেখ মুজিবুর রহমান।