সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

ঢাকা-মাওয়া রুটে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট

1_84672

 

ঢাকা-মাওয়া রুটে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট ডেকেছে ওই রুটের ১৩টি বাস মালিক কল্যাণ সমিতি ও বাংলাদেশ সড়ক ফেডারেশন শ্রমিক ইউনিয়ন (৪৯৪)।  শিমুলিয়া পার্কিং ইয়ার্ডে বাসপ্রতি ৪০ টাকা টোল আদায়ের প্রতিবাদে এই ধর্মঘট ডাকা হয়েছে। এতে যাত্রীরা পড়েছেন চরম বিপাকে।পূর্বে ঘোষিত কর্মসূচি রবিবার সকাল থেকে শিমুলিয়া-মাওয়া ঘাট থেকে কোন বাস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়নি। তবে দূরপাল্লার যানবাহন চলাচল ধর্মঘটের আওতামুক্ত।মাওয়া বাস মালিক কল্যাণ সমিতির কার্যকরী সদস্য মো. শেখ জামান, মো. মহিউদ্দিন মিয়া ও বুলেট মিয়া অভিযোগ করে বলেন, ঢাকা-মাওয়া রুটে টোল আদায়ের কোন নজির ছিল না। সম্প্রতি বিআইডব্লিউটিএ অবৈধভাবে শিমুলিয়া পার্কিং ইয়ার্ড ইজারা দিয়ে বাস মালিকদের কাছ থেকে টোল আদায় শুরু করেছে। এর প্রতিবাদে ঢাকা-মাওয়া রুটে চলাচলকারী ১৩টি বাস মালিকপক্ষ একমত হয়ে রবিবার থেকে এই ধর্মঘট পালন করছে। বিআইডব্লিউটিএ টোল আদায় ইজারা বাতিল না করা পর্যন্ত ধর্মঘট চলবে।বিআইডব্লিউটিএর শিমুলিয়া ঘাটের বন্দর কর্মকর্তা মো. মহিউদ্দিন জানান, বি আইডব্লিউটিএ সরকারের সকল নিয়ম কানুন মেনেই এই ঘাটের ইজারা আহ্বান করে। এটি অবশ্যই বৈধ ইজারা। আগের ঘাটগুলোতে সব ধরনের সুযোগ-সুবিধা দিতে না পারায় টোল আদায় করেনি বিআইডব্লিউটিএ।