সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

ঢাকা দক্ষিন সিটি’র তিনটি ওয়ার্ডের কুকুরের টিকাদান সমাপ্ত

dog

এইচ.এস.এম তারিফ, ঢাকা থেকে :

রাজধানীর কামরাঙ্গীর চরের ৫৫, ৫৬ ও ৫৭ নং ওয়ার্ডে জলাতঙ্ক নির্মূলে কুকুরের টিকাদান কর্মসূচি ১২ ই মার্চ, শনিবার সমাপ্ত হয়েছে। মরণব্যাধি জলাতাঙ্ক রোগ হতে সকলকে মুক্ত করতে স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার উদ্দ্যােগে ৭ মার্চ শুরু হওয়া ছয়দিন ব্যাপী কর্মসূচীতে দক্ষিন ঢাকা সিটি কর্পোরেশনে অবস্থিত কামরাঙ্গীর চরের তিনটি ওয়ার্ডের ৯০ ভাগের অধিক কুকুরকে জলাতঙ্ক প্রতিরোধক টিকা প্রদান করা হয়। কর্মসূচীতে বেওয়ারিশ কুকুর ছাড়াও অসংখ্য পোষা কুকুরকে জলাতঙ্ক প্রতিরোধক টিকা প্রদান করা হয়। কর্মসূচীর সফলতা সম্পর্কে ৫৫ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী নুরে আলম চৌধুরী বলেন, “কামরাঙ্গীর চরের তিনটি ওয়ার্ডের সকলের আন্তরিক সহযোগিতার কারনে কুকুরকে টিকাদান কর্মসূচী সফলভাবে শেষ করা সম্ভব হয়েছে।” শনিবার শেষ হওয়া এ কর্মসূচীর ফলে দক্ষিন ঢাকা সিটি কর্পোরেশনে অবস্থিত কামরাঙ্গীর চরের ৫৫, ৫৬ ও ৫৭ নং ওয়ার্ডের সকলে জলাতঙ্ক রোগ হতে শঙ্কা মুক্ত থাকবে এই আশা ব্যক্ত করেন সকলে। পাশাপাশি অনেকেই এই কর্মসূচীর বেশ প্রশংসা করেন। কারন অমানবিক ভাবে কুকুর নিধনের চেয়ে জলাতঙ্ক প্রতিরোধক টিকাদানের মাধ্যমে কুকুরকে জলাতঙ্ক মুক্ত রাখা হলে কুকুর আমাদের সমস্যার কারন হবে না।