শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ে হাইওয়ে পুলিশ ও ভ্রাম্যমান আদালতের যৌথ অভিযান

mirsarai dt-ctg highowa road pic, 27.08

নিজস্ব প্রতিনিধি ঃ ফিটনেস বিহীন যানবাহন, সিএনজি অটোরিক্সা ও দ্রুতগতির যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই এলাকায় গতকাল বুধবার ও আজ বৃহস্পতিবার ভ্রাম্যমান আদালত ও হাইওয়ে পুলিশ যৌথ অভিযান চালায়। এসময় মহাসড়কে চলাচলরত কয়েকটি ভিআইিপ বাসকে দ্রুত গতিতে চালানোর জন্য মামলা দেয়া হয়েছে, এছাড়াও মহাসড়কে নিষিদ্ধ তিন চাকার কয়েকটি সিএনজি অটোরিক্সাকে আটক এবং ফিটনেস ও লাইসেন্স বিহীন একাধিক গাড়ী ও এর চালকদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মামলা দিয়ে জরিমানা আদায় করা হয়েছে। এসময় ভ্রাম্যমান আদলত পরিচালনা করেন মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ফজলে এলাহী ওলি, বিআরটিএ’র (চট্টগ্রাম) পরিদর্শক মোঃ মামুন। এদিকে পুলিশের পক্ষে ছিল, জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের ইনচার্জ এসআই মোঃ ফরিদ উদ্দিন ও সঙ্গীয় ফোর্স নিয়ে এসআই মোঃ আবদুল হাকিম।