সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

ডিপিএল এর দল মালিক ও খেলোয়াড় সম্মিলন

নিজস্ব প্রতিনিধি ঃ মীরসরাইয়ের অন্যতম স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন-দুর্বার প্রগতি সংগঠন।

এ সংগঠন বিগত কয়েক বছর যাবৎ আয়োজন করে যাচ্ছে ডিপিএল ফুটবল উৎসবের। যে আয়োজনে ফুটবলের ছন্দে দর্শক মাতাতে মাঠে নামবে শিশু- কিশোর ও প্রবীন ফুটবলাররা।সে ধারাবাহিকতায় এ সংগঠনের ক্রীড়া পরিষদের উদ্যোগে মাঠে গড়াবে ‘দুর্বার প্রিমিয়ার লীগ (ফুটবল)-২০১৭ এর সিনিয়র গ্রুপের ৪র্থ আসর ও জুনিয়র গ্রুপের ১ম আসর। এবারের ডিপিএলে সিনিয়র গ্রুপে আট দলের মালিকানায় খেলবে উপজেলার নিবন্ধিত ১৪৪ উদীয়মান ফুটবলার ও জুনিয়র গ্রুপে চার দলের মালিকানায় খেলবে ৬০ খুদে ফুটবলার। এছাড়া ৪৫ উর্ধ্ব প্রবীন ফুটবলারদের অংশগহণে ৩য় বারের মত আয়োজিত ‘প্রবীন ফুটবল ম্যাচ-২০১৭’ এ দুই দলের মালিকানায় মাঠে খেলবে ৪০ প্রবীন ফুটবলার। ইতোমধ্যে এসকল টুর্নামেন্টকে ঘিরে এ অঞ্চলের মানুষদের মধ্যে বাড়তি আমেজ বিরাজ করছে। দল মালিকরাও নিজ দলকে সাজাতে এখন ব্যাস্ত সময় পার করছেন। প্রস্তুতি নিচ্ছেন প্রতিপক্ষ দলকে পরাজিত করার। অন্যদিকে খেলোয়াড়রাও বসে নেই- তারাও দলের হয়ে মাঠে সেরাটা দেয়ার জন্য নিজেদের শেষ পর্যায়ে আরেকটু ঝালিয়ে নিচ্ছেন। গত ২০ অক্টোবর মলিয়াইশ উচ্চ বিদ্যালয় মিলনাায়তনে এ উপলক্ষে আয়োজন করা হয় ডিপিএল দলমালিক ও খেলোয়াড় সম্মিলন। এসময় ক্রীড়া সম্পাদক আহাদ উদ্দীনের সঞ্চালনায় সংগঠনের সভাপতি হাসান মো. সাইফ উদ্দীন সভাপতিত্বে জুনিয়র ডিপিএলের দলমালিক সৈকত চৌধুরী- ব্রাইটেন সোলজার্স, নাহিদুল আনসার- ডিসেন্ট ফাইটার্স, আলী হায়দার চৌদুরী- ক্যাসেল ইউনাইটেড ও তরিকুর রহমান বাবু- আর্টিসান ফাইটার্স কে দল হস্তান্তর করেন ডিপিএল কমিটির সদস্য সচিব জিয়া উদ্দীন বাবু। এরপর সিনিয়র ডিপিএলেরর দলমালিক আশিষ দাশ- ডায়নামিক ওয়ারিয়র্স, রিপন কুমার দাশ- ইউনিক ফাইটার্স, সাইদুল ইসলাম- রাইভ্যাল সোলজার্স, মির্জা মিশকাতের রহমান- ব্রাদার্স ইউনাইটেড, ফরহাদ উদ্দীন- এর‍্যো লাইট ফাইটার্স, আরিফুল ইসলাম- রেসি রেইঞ্জার্স, বেলাল হোসেন- পাস্তোরাল চ্যালেঞ্জার্স ও মেহেদী হাসান জিকু- লায়ন হারটার্স কে দল হস্তান্তর করেন ডিপিএল কমিটির আহবায়ক মো. মহিবুল হাসান সজীব। এবার প্রবীনদের ফুটবল ম্যাচে দল মালিক থাকবেন তোফাজ্জল হোসেন চৌধুরী মাসুদ- লাল দল ও নজরুল ইসলাম-সবুজ দল। এসময় ডিপিএলের দলমালিক, দল পরিচালক ও খেলোয়াড় ছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের অন্যতম প্রতিষ্ঠাতা এমদাদুল হক রাসেল, আমজাদ হোসেন সোহাগ,সদস্য রানা মজুমদার, আশরাফ উদ্দীন,নাজমুল হাসান, মঈনুল হক তুহিন, টিপু সুলতান, ক্রীড়া পরিষদের সদস্য সচিব ইমতিয়াজ বাবু, সদস্য সৃজন পাল ও সাখাওয়াত হোসেন। এ ডিপিএল টুর্নামেন্ট অক্টোবরের শেষপর্যায়ে শুরু হয়ে একনাগাড়ে চলে ড়িসেম্বরে ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।