বুধবার, ১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

টি-২০ বিশ্বকাপ থেকে টাইগারদের বিদায়

image-3_83408

 

শেষটাও ভালো হলো না বাংলাদেশ দলের। সুপার টেন পর্বে শেষ ম্যাচে অষ্ট্রেলিয়ার কাছে ৭ উইকেটে হেরে টি-২০ বিশ্বকাপ থেকে খালি হাতে বিদায় নিলো বাংলাদেশ। টাইগারদের লজ্জাজনক পরাজয়ে লজ্চিত গোটা জাতি। সুপার পর্বে একটি ম্যাচও জিততে পারেনি মুশফিকের দল। মংগলবার শেষ খেলা দেখতে মিরপুর স্টেডিয়ামের উপড়ে পড়েছিল দর্শক। ক্রিকেটপ্রেমী বাঙালীদের কাছে একটি প্রত্যাশ্যা ছিল অন্তত অষ্ট্রেলিয়াকে পরাজিত করুক টাইগাররা। কিন্তু শেষ খেলাতে তারা সুবিধা করতে পারেনি। টাইগারদের সংগ্রহ করা ১৫৩ রান করতে মাত্র তিনটি উইকেট খুইয়েছে অসিরা। যদি অষ্ট্রেলিয়া এই জয়ে কোন লাভ হয়নি। কিন্তু বাংলাদেশ দল একেবারেই শূন্য হাতে হোয়াইট ওয়াশ হওয়াটা বাঙালি জাতির জন্য সত্যি লজ্জার বিষয় বটে। এর আগে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়লেও সাকিব-মুশফিকের অনবদ্য ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকটে হারিয়ে টাইগারদের সংগ্রহ দাঁড়ায় ১৫৩ রান।মঙ্গলবার মিরুপরের শেরে বাংলা স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করতে নামে বাংলাদেশ। ১২ রানে উদ্বোধনী দুই ব্যাটসম্যানকে হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। সে চাপ সামলে নিয়ে সাকিব-মুশফিক জুটি করে ১১২ রান। সাকিব মুশফিক জুটি সাকিব ৫২ বলে ৫ চার ও ৩ ছয়ে সংগ্রহ করেন ৬৬ রান। আর অধিনায়ক মুশফিক করে ৩৬ বলে ৪৭ রান।