রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

টাইগারদের সামনে বাংলাওয়াশের হাতছানি

20150218003530_252407

আগামীকাল বুধবার পাকিস্তানের বিপক্ষে শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বেলা আড়াইটায় টাইগারদের মোকাবেলা করবে সফররত পাকিস্তান ক্রিকেট দল।তিন ম্যাচের ওয়ানডে সিরিজে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় করেছে মাশরাফি বাহিনী। কালকের ম্যাচ জিতলেই পাকিস্তানকে বাংলাওয়াশ করতে সক্ষম হবে টাইগাররা। তবে শেষ ম্যাচ জিতে সান্ত্বনার জয় চায় পাকিস্তান।এদিকে বাংলাওয়াশের চেয়ে র‌্যাংকিংয়েই বেশি নজর দিচ্ছে বাংলাদেশ। কেননা, র‌্যাংকিংয়ে উন্নতি করতে না পারলে আগামী বিশ্বকাপে বাছাই পর্ব খেলতে হবে টাইগারদের। র‌্যাংকিংয়ে এই মুহূর্তে টাইগারদের অবস্থান ৯। যদিও কালকের ম্যাচ জিতলে র‌্যাংকিংয়ে কোনো উন্নতি হবে না বাংলাদেশের। তবে বাংলাদেশ মূল্যবান ৫টি রেটিং পয়েন্ট নিয়ে পৌঁছাবে ৮১–তে। অন্যদিকে বাংলাওয়াশের বড় মূল্য দিতে হবে পাকিস্তানকে। তাদের পয়েন্ট নেমে আসবে ৯২-এ। পাকিস্তান যদি হেরে যায় সেক্ষেত্রে র‌্যাংকিংয়ে ৭ থেকে ৮ এ চলে যাবে তারা। আর ৮ এ থাকা ওয়েস্ট ইন্ডিজ চলে যাবে ৭ নম্বরে। ২০১৭ সালের সেপ্টেম্বর পর্যন্ত আইসিসির র‌্যাংকিং ধরে স্বাগতিক ইংল্যান্ড এবং শীর্ষ ৭টি দেশ সরাসরি খেলবে বিশ্বকাপ। বাকি দুটি স্থান পূরণ করা হবে বাছাই পর্ব থেকে। অথ্যাৎ, শীর্ষ আটটি দেশ সরাসরি খেলবে বিশ্বকাপে। বাংলাদেশ এখন রয়েছে ৯ নম্বরে। আগামী দুই বছরে শীর্ষ আটে না আসতে পারলে খেলতে হবে বাছাই পর্ব।টাইগারদের স্পিন বোলিং কোচ রুয়ান কালপাগে মঙ্গলবার সংবাদ সম্মেলনে বলেছেন, সিরিজ জয় নিশ্চিত হয়ে গেছে। এটা অবশ্যই আমাদের জন্য অনেক বড় পাওনা। তবে এখন আমাদের একমাত্র লক্ষ্য, র‌্যাংকিং। পাকিস্তানকে শেষ ম্যাচে হারাতে পারলে র‌্যাংকিংয়ের অবস্থানে হয়তো কোন নড়চড় হবে না। কিন্তু আরও ২টি গুরুত্বপূর্ণ পয়েন্ট অর্জিত হবে আমাদের। যা পরবর্তীতে বাংলাদেশের র‌্যাংকিংয়ে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে অনেক বড় ভুমিকা রাখবে।এদিকে পাকিস্তান দলের স্পিন কোচ মুশতাক আহমেদ বলেন, আমাদের তরুণ ক্রিকেটাররা অনেক মেধাবী। প্রথম দুই ম্যাচে অচেনা কন্ডিশনেও কয়েকজন তরুণ ভালো খেলেছে। এটাই বিশ্বাস যোগাচ্ছে আমাদের। সামনে আমাদের তরুণরা ভালো করবে এই বিশ্বাস হারাচ্ছি না আমরা। আগামীকাল বুধবার ভালো ক্রিকেট উপহার দিয়েই জিততে চাই আমরা।উল্লেখ্য, ১৬ বছর পর পাকিস্তানের বিপক্ষে প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচে ৭৯ রানে এবং দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটে জয় পেয়েছে বাংলাদেশ।একমাত্র টি টোয়েন্টি ম্যাচটি আগামী শুক্রবার সন্ধ্যা ৬টায় মিরপুরে অনুষ্ঠিত হবে।