বুধবার, ১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

জোরারগঞ্জ মৌলভী নজির আহমদ আদর্শ দাখিল মাদরাসায় জাতীয় শোক দিবস পালিত

mnaidp1 mnaid p2

নাছির উদ্দিন ঃ আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের মধ্যে দিয়ে জাতীয় শোক দিবস পালন করলো জোরারগঞ্জ মৌলভী নজির আহমদ আদর্শ দাখিল মাদরাসা। অদ্য ১৫ আগস্ট সকাল ৯টা থেকে দুপুর ১১টা পর্যন্ত মাদরাসা মসজিদে কয়েকশত শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও পরিচালনা পরিষদের সদস্যদের উপস্থিতিতে জাতীর জনক বঙ্গবন্ধু হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী পালন করা হয়। এতে মাদরাসার সহকারী শিক্ষক ও শিক্ষক প্রতিনিধি নাছির উদ্দিনের সঞ্চালনায় এবং সুপার মাওলানা মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিতি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রধান করেন মাদরাসা পরিচালনা পরিষদের সহ-সভাপতি আনোয়ার হোসেন মিয়াজী, এতে আরো বক্তব্য প্রদান করেন পরিচালনা পরিষদের সদস্য আবুল কালাম, সহকারী শিক্ষক রফিক উদ্দিন, মাওলানা জসিম উদ্দিন, জাফর উদ্দিন, শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য প্রদান করে নবম শ্রেণির ছাত্র আহমদ হোসেন ও ইসরাত জাহান রিয়া। মিলাদ পাঠ করেন সহ-সুপার মাওলানা মাহমুদুল হক। মিলাদ শেষে ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালো রাত্রে বঙ্গবন্ধুর পরিবারের নিহত সকল বিদেয়ী আত্নার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন সুপার মাওলানা শহিদুল ইসলাম।