সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

জে.বি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাংষ্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক ॥ ‘‘ লাল সবুজের বাংলাদেশ, সকাল সাজে বাংলাদেশ’’ ‘‘লাল সবুজের বিজয় উড়ে, হাতে হাত রেখে তুমি আমার’’ এমন অনেক দেশাত্ববোধক গানের সাথে শিশুদের নান্দনিক নৃত্যের তালে এক আনন্দমুখর আঙ্গিনায় সুশোভিত সূর্যান্ত যায় গতকাল মঙ্গলবার (৩মার্চ) মীরসরাইয়ের জোরারগঞ্জ জেবি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গন।
সহকারী প্রধান শিক্ষক সুভাষ সরকারের সঞ্চালনায় জোরারগঞ্জ জে বি উচ্চ বিদ্যালয় বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মকছুদ আহম্মদ চৌধুরীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহম্মদ আশরাফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির খান, জোরারগঞ্জ মহিলা কলেজের অধ্যক্ষ কামরুল ইসলাম, নাট্যকার মঈন উদ্দিন আহম্মদ চৌধুরী সেলিম, বারইয়ারহাট কলেজের প্রভাষক বোরহান উদ্দিন, কবি মাহমুদ নজরুল। এছাড়া আরো বক্তব্য রাখেন সাংবাদিক মাহবুবুর রহমান পলাশ, বিপুল দাস, শাহাদাত হোসেন চৌধুরী, রাজিব মজুমদার, ওমর ফারুক ইমন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য অরুণ চন্দ্র নাথ, শিক্ষক এম এ নেওয়াজ চৌধুরী, শাহনেওয়াজ লিংকন, রবিউল আলম ভূঁইয়া, শফিকুল ইসলাম, টুইংকেল বড়য়া, প্রমুখ। আলোচনা সভা শেষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।