সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

জামায়াতের প্রেসক্রিপসনে বিএনপির মহানগর কমিটি

kamrul20140724140727_127000

জামায়াতের প্রেসক্রিপসনেই পুরানো কমিটি ভেঙ্গে দিয়ে বিএনপির ঢাকা মহানগর কমিটি গঠন করা হয়েছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম। বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে কৃষকলীগ আয়োজিত ‘কৃষি ও কৃষকের উন্নয়নের বাজেট-২০১৪-১৫’ শীর্ষক সেমিনারে তিনি বলেন, বিএনপির নতুন কমিটির মূল নেতৃত্বে যিনি, তিনি জামায়াত মাইন্ডের লোক। তাদের পরামর্শ অনুযায়ী কমিটি গঠন করা হয়েছে।বিএনপিকে নিজেদের ঘর গোছানোর পরামর্শ দিয়ে কামরুল বলেন, আন্দোলন মোকাবেলা করতে আওয়ামী লীগ সিদ্ধহস্ত। কোন ক্রমেই দেশে উন্নয়ন কর্মকান্ডে বাধা সহ্য করা হবে না। তার জন্য প্রয়োজনে কঠোর থেকে কঠোর ভাবে আন্দোলন মোকাবেলা করা হবে। তবে গণতান্ত্রিক নিয়মে আন্দোলন করা হলে কোন ধরণের বাধা দেয়া হবে না।ঈদের পর নয়, আরও কয়েক বছরেও বিএনপি মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না উল্লেখ করে খাদ্যমন্ত্রী বলেন, তাদের আন্দোলনের প্রস্তুতি না নিয়ে সংগঠন গোছানোর কাজ করা উচিত। বিএনপি বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায় উল্লেখ করে তিনি বলেন, দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন বিএনপি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। মূলত তাদের আন্দোলেনের হুমকি সরকার ও শেখ হাসিনার বিরুদ্ধে নয় পুরো দেশের বিরুদ্ধে।সেমিনারে প্রধান আলোচক ছিলেন ড. মিজানুল হক। উপস্থিত ছিলেন কৃষকলীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খন্দকার শামসুল হক রেজা, সংসদ সদস্য উম্মে কুলসুম প্রমুখ।