সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

জাতীয় কবিতা মঞ্চের শীত উৎসব ও সাহিত্য আসর

মোহাম্মদ মনির উদ্দিন মান্না, আরব আমিরাত প্রতিনিধি :- কোন একদিন বসন্ত বলে,কোন বসন্ত ছিল বলে জাতীয় কবিতা মঞ্চের শীত উৎসব ও সাহিত্য আসর ও কবিতা আবৃতি,স্বরচিত কবিতা,অভিনয়,নৃত্য, গান, জাতীয় কবিতা মঞ্চ ও দৈনিক যুগান্তর স্বজন সমাবেশ,আরব আমিরাত এর সভাপতি, বিশিষ্ট কবি ও কলামিস্ট মোহাম্মদ মুসা সভাপতিত্বে এবং কবি ও সাংবাদিক মোহাম্মদ মনির উদ্দিন মান্না সঞ্চালনায় এই জাতীয় কবিতা মঞ্চের শীত উৎসব ও সাহিত্য আসর অনুষ্টান হয় । আরব আমিরাত শারজাহ শহরে প্রবাসী বাঙালিদের সাংস্কৃতিক ও সাহিত্য সংগঠন গত ২৬ জানুয়ারি, রোজ শুক্রবার শারজাহস্থ আল হুদাইবিয়া রেস্টেুরেন্টে এ অনুষ্ঠানটি শুরু হয় স্থানীয় সময় রাত ৮ টায়। বিপুলসংখ্যক প্রবাসী বাঙালির উপস্থিতিতে এই জাতীয় কবিতা মঞ্চের শীত উৎসব ও সাহিত্য আসর অনুষ্ঠান পরিণত হয় স্থানীয় বাঙালিদের এক মিলনমেলায়।চার ঘণ্টার এই আয়োজনে ছিল রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, লোকগীতি, স্বরচিত কবিতা,অভিনয়,নৃত্য, গান, পিঠা উৎসব। অনুষ্ঠান শুভ উদ্বোধন করবেন মিরসরাইয়ের কৃতি সন্তান, আল সুমাইয়া গ্রুপ,চেয়ারম্যান, ও জাতীয় কবিতা মঞ্চ,আরব আমিরাত এর প্রধান পৃষ্টপোষক ফখরুল ইসলাম খান সি আই পি। অনুষ্ঠানের এক পর্যায়ে কবিকে ফুল দিয়ে মঞ্চে স্বাগত জানান সাধারণ সম্পাদন কবি ও সাংবাদিক মোহাম্মদ মনির উদ্দিন মান্না, সিনিয়র সহ সভাপতি সালা উদ্দিন কাদের বাপ্পি,সহ সভাপতি কবি আশরাফুল ইসলাম,যুগ্ম সম্পাদক মোহাম্মদ বোরহান উদ্দিন বোরহান মহিলা বিষয়ক সম্পাদিকা শবনম আক্তার, আবৃতি সসম্পাদক সাংবাদিক সরওয়ার উদ্দিন রণি, রাজু আহম্মেদ,দিদার আলম, শাহপরাণ মহিলা কবিদের উপস্থিতি অনুষ্ঠানকে আরো আনন্দমুখর করে তুলেছে। শুভেচ্ছা বক্তব্যে রাখেন জাতীয় কবিতা মঞ্চের,নির্বাহী সভাপতি, কবি ও সাংবাদিক ওবাইদুল হক, জাতীয় কবি মঞ্চের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ জাফর উদ্দিন ভূূইয়া, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন মিরসরাই সমিতি,আরব আমিরাত এর সম্মানিত সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী, সাহিত্য অনুরাগী আলহাজ্ব এস.এম. মাজহার উল্ল্যাহ মিয়া। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে উপস্হিত ছিলেন মিরসরাই সমিতি,আরব আমিরাত এর প্রধান উপদেষ্টা সমাজসেবক আবুল হাশেম ভূঁইয়া।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ -অধ্যাপক কাজী আবদুর রহিম, আন্তর্জাতিক সাহিত্যিক ডাঃ শামসুর রহমান পিএইচডি একুশে টিভি আরব আমিরাত প্রতিনিধি সাংবাদিক সাইফুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মহিলা বিষয়ক সম্পাদিকা শবনম আক্তার,কবি মোহাম্মদ আলী মীর্জা,লেখক আব্দুল্লাহ আল সাহিন,মোহাম্মদ আরিফ, জাহিদুল ইসলাম, কবি মোহাম্মদ হোসেন প্রমূখ। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন কবি ওবাইদুল হক, কবি মনির উদ্দিন মান্না, কবি আশরাফুল ইসলাম, কবি রাজু আহম্মেদ,কবি মোহাম্মদ মির্জা আলী,কবি সাইদা দিবা, কবি মাকসুদা খানম। অনুষ্ঠানে উদ্বোধনী সংগীত পরিবেশন করেন শিল্পী কাউছার হামিদ, শিল্পী সিহাপ সুমন, শিল্পী বাপ্পা, শিল্পী রুবেল ও তাদের দল। অনুষ্ঠান শেষে দীর্ঘক্ষণ অসংখ্য প্রবাসী কবি, লেখক,সাহিত্যিক, একে আপরের সঙ্গে আন্তরিক শুভেচ্ছা বিনিময় করেন।