শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

জটিলতা কাটিয়ে শুরু হচ্ছে ‘বিউটি সার্কাস’

Joya20170204145749বিনোদন ডেস্ক:  সরকারি অনুদানে নির্মিত হচ্ছে ‘বিউটি সার্কাস’ শিরোনামের চলচ্চিত্র। এতে বিউটি চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। এটি নির্মাণ করছেন মাহমুদ দিদার।

প্রি-প্রোডাকশনের কাজ গুছিয়ে নিলেও এতদিন শুটিং শুরু করতে পারেননি এই নির্মাতা। নানা জটিলতা কাটিয়ে এবার সিনেমাটির শুটিং শুরু হতে যাচ্ছে। আজ শনিবার (৪ ফেব্রুয়ারি) রাইজিংবিডির সঙ্গে আলাপকালে এ তথ্য জানান মাহমুদ দিদার।

এ প্রসঙ্গে মাহমুদ দিদার রাইজিংবিডিকে বলেন, ‘আগামী সোমবার (৬ ফেব্রুয়ারি) থেকে নওগাঁর সাপাহারে সিনেমার শুটিং শুরু করব। এখানে টানা ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত শুটিং করব। আমরা সবাই মিলে অভিন্ন এক লড়াইয়ে আছি। সবাই প্রার্থনা করবেন।’

ঝুঁকিপূর্ণ খেলা সার্কাস। এ খেলার খেলোয়াড়দের জীবন-সংগ্রাম তুলে ধরা হবে এই চলচ্চিত্রে। এতে বিউটি চরিত্রে অভিনয় করবেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। এ অভিনেত্রীও দীর্ঘ দিন প্রশিক্ষণ নিয়ে নিজেকে তৈরি করেছেন।

এমন একটি চরিত্র নির্মাণে জয়াকে কিভাবে তৈরি করছেন- এ প্রশ্নের জবাবে পরিচালক মাহমুদ দিদার রাইজিংবিডিকে বলেন, ‘ইতোমধ্যে জয়া আপা অনুশীলন করেছেন। উনাকে তিনটি স্তরে তৈরি করা হয়েছে। এক. একজন ফিজিওর তত্ত্বাবধানে রেখে। যারা অ্যাক্রোবেটিক পারফরম্যান্স করেন। দুই. সার্কাস দলের মাস্টারের তত্ত্বাবধায়নে। তিন. আমাদের শুটিং ইউনিট।’

প্রায় আড়াই বছর আগে থেকে এ চলচ্চিত্রটি নির্মাণের পরিকল্পনা করছেন দিদার। গত বছর হন্যে হয়ে ঘুরে জুতসই লোকেশন নির্বাচন করেছেন তিনি। দীর্ঘ দিনের সেই পরিকল্পনা নিয়ে এবার যাত্রা শুরু করছেন।

জয়া ছাড়াও সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন ফেরদৌস, গাজী রাকায়েত, এবিএম সুমন, তৌকীর আহমেদ, হুমায়ূন সাধুসহ অনেকে। সরকারি অনুদানের এ সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে ইমপ্রেস টেলিফিল্ম।