সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

চ্যাম্পিয়ন মোহামেডান

2_155673

 

এয়ারটেল অনূর্ধ্ব ১৮ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ব্রাদার্স ইউনিয়নকে হারিয়ে শিরোপা ঘরে তুলেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে তারা ২-০ গোলে হারায় ব্রাদার্সকে। ম্যাচের শুরু থেকে বল দখলের লড়াইয়ে দু’দল ছিল সমান্তরালে। ৭ মিনিটে বাঁ প্রান্ত থেকে ব্রাদার্সের ফরোয়ার্ড সুজনের ক্রসে মিডফিল্ডার বাপ্পির শট সহজেই গ্রিপ করেন মোহামেডানের গোলরক্ষক সাইফুল। ১৫ মিনিটে সুযোগ এসেছিল মোহামেডানেরও। কর্নার থেকে বল পেয়ে বক্সের মধ্যে আবুসুফিয়ান হেড করলে গোলরক্ষক শওকত ওসমান বল গ্রিপ করেন। ১৬ মিনিটে ব্রাদার্সের মামুন আহমেদ বল পাঠিয়েছিলেন মোহামেডানের জালে। কিন্তু রেফারি অফসাইডের বাঁশি বাজান। ৫০ মিনিটে বাঁ প্রান্ত থেকে মিডফিল্ডার বদরুল হাসান টুটুলের ক্রসে মাথা ছুঁইয়ে দেন ফরোয়ার্ড আবুল হাসান। ব্রাদার্সের গোলরক্ষক শওকত ওসমান এগিয়ে এসে বল পুশ করেন। ৭০ মিনিটে বহু প্রত্যাশিত গোলের দেখা পায় সাদা-কালোরা। আবু সুফিয়ানের ক্রসে ডান পায়ের জোড়ালো শটে ব্রাদার্সের জাল কাঁপান অধিনায়ক বদরুল হাসান টুটুল (১-০)। ৯০ মিনিটে ডান পান্ত থেকে বদলি মিডফিল্ডার শাহীনের পাসে গোল করেন নিজাম উদ্দিন খোরশীদ (২-০)। শেষ পর্যন্ত ২-০ গোলের জয়ে শিরোপা ঘরে তোলে মোহামেডান। এর আগে অনূর্ধ্ব ১৬ ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। বাংলাদেশ পেশাদার লীগের ৯ দলকে নিয়ে মাঠে গড়ায় বয়সভিত্তিক এ ফুটবল টুর্নামেন্ট। মোহামেডানকে পুরস্কার দেয়া হয়েছে ৫০ হাজার টাকা এবং ট্রফি। রানার্সআপ ব্রাদার্স ইউনিয়ন পেয়েছে ২৫ হাজার টাকা এবং ট্রফি। প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়। ম্যান অব দ্য ফাইনাল হয়েছেন মোহামেডানের বদরুল হাসান টুটুল। সেরা গোলরক্ষক হয়েছেন একই দলের সাইফুল ইসলাম খান। সেরা ডিফেন্ডার ব্রাদার্সের এজাজুল ইসলাম এজাজ। সেরা মিডফিল্ডার মোহামেডানের সাজ্জাদ হোসেন সাব্বির।