শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

চীন-বাংলাদেশ ৫টি চুক্তি সই

hasina-0320140609180700_11024

চীনের সঙ্গে পাঁচটি বিষয়ে সমঝোতা হয়েছে বাংলাদেশের। সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াংয়ের সোমবার অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের মধ্যে এ সমঝোতা হয়। চীন ও বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক ও কারিগরি সহযোগিতা বিষয়ে এসব চুক্তি হয়। এর মধ্যে রয়েছে দুটি নোট অব এক্সচেঞ্জ ও দুটি সমঝোতা স্মারক সই। তবে এসব সমঝোতার মধ্যে সোনাদিয়ায় গভীর সমুদ্রবন্দর স্থাপনের বিষয়টি নেই। দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর চীনে প্রথম সফরে শুক্রবার দেশটির ইউনান প্রদেশের রাজধানী কুনমিং পৌঁছান শেখ হাসিনা। সফরের চতুর্থ দিনে সোমবার দুপুরে বেইজিংয়ের গ্রেট হল অব পিপল-এ চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াংয়ের সঙ্গে বৈঠক হয় তার। বৈঠকের পর পররাষ্ট্রসচিব শহীদুল হক সাংবাদিকদের চুক্তির বিষয়টি জানান।
পাঁচটি সমঝোতার মধ্যে সোনাদিয়া দ্বীপে গভীর সমুদ্রবন্দর স্থাপনের বিষয়টি আছে কি না- জানতে চাইলে শহীদুল হক বলেন, ‘এ নিয়ে আরো আলোচনা চালানোয় সম্মত হয়েছে দুই পক্ষ।’শেখ হাসিনাকে শীর্ষ বৈঠকের আগে গ্রেট হল অব পিপল-এ গার্ড অব অনার দেওয়া হয়। তিনি গার্ড পরিদর্শন এবং সামরিক অভিবাদন গ্রহণ করেন।এর আগে শেখ হাসিনা শুক্রবার ইউনান প্রদেশের রাজধানী কুনমিং পৌঁছানোর পর সেখানে দ্বিতীয় চীন-দক্ষিণ এশিয়া এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন। প্রদর্শনী কেন্দ্রেই চীনের উপপ্রধানমন্ত্রী ওয়াং ইয়াংয়ের সঙ্গে শেখ হাসিনার সাক্ষাৎ হয়। তিনি কুনমিং আন্তর্জাতিক সম্মেলনেও যোগ দেন। এরপর রোববার বেইজিং পৌঁছে চীনের জাতীয় বীরদের সমাধি ‘মনুমেন্ট অব দি পিপলস হিরো’-তে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।