সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন রেলমন্ত্রী

1_102146

উন্নত চিকিৎসা ও শারীরিক চেকআপের উদ্দেশ্যে পাঁচ দিনের সফরে সিঙ্গাপুর গেলেন রেলমন্ত্রী মুজিবুল হক। মঙ্গলবার সকাল ৮টা ৪৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি।মন্ত্রীর সফরসঙ্গী স্ত্রী হনুফা আক্তার রিক্তা ছাড়াও রয়েছেন মন্ত্রীর একান্ত সচিব এ কে এম জি কিবরিয়া মজুমদার।রেলমন্ত্রী মুজিবুল হক গত ১৬ জুলাই হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কুমিল্লার মুন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার উন্নতি না হওয়ায় ওই দিন রাতে তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) স্থানান্তর করা হয়।পরে মন্ত্রীর শারীরিক অবস্থার আরো অবনতি হলে সিএমএইচ থেকে ১৮ জুলাই সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সযোগে নিয়ে যাওয়া হয়। সেখানে ডা. ক্রিস্টোফার খোর জেন লকের অধীনে ১৩ দিন চিকিৎসা নেন। এরপর ৩১ জুলাই হাসপাতাল থেকে ছাড়পত্র নেন তিনি। সিঙ্গাপুরে অবস্থান শেষে ৪ আগস্ট তিনি দেশে ফেরেন। ওই সময় মন্ত্রীর চিকিৎসক এক মাস পর নিয়মিত চেকআপের জন্য আবার সিঙ্গাপুরে যাওয়ার পরামর্শ দেন।