সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

গ্যাস-বিদ্যুতের দাম বাড়লে লাগাতার কর্মসূচি

22347_1_48422

 

গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানো হলে লাগাতার কর্মসূচির হুমকি দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। আজ রবিবার জোটের মহাসচিব পর্যায়ের বৈঠক শেষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ হুমকি দেওয়া হয়। সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যেদিন দাম বাড়ানোর ঘোষণা আসবে সেদিন থেকেই লাগাতার কর্মসূচি শুরু হবে।তিনি বলেন, “আমরা শুনতে পাচ্ছি, আগামী ১ জানুয়ারি থেকে সরকার গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত প্রত্যাহার না করা হলে যেদিন থেকে গ্যাস-বিদ্যুৎ এর দাম বৃদ্ধি হবে, সেদিন থেকেই লাগাতার কর্মসূচি ঘোষণা করা হবে।। এ ব্যাপারে আজকের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে।”কী ধরনের কর্মসূচি দেওয়া হবে জানতে চাইলে বিএনপির মুখপাত্র বলেন, “যথাসময়ে গণমাধ্যমকে তা জানানো হবে।”এর আগে, নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বেলা ১২টা থেকে ঘণ্টাখানেক এই বৈঠক চলে। এতে দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং চলমান আন্দোলনের কর্মকৌশল নিয়েও আলোচনা হয় বলে ফখরুল জানান। এসময় গণভবনে সংবাদ সম্মেলনে খালেদা জিয়াকে নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যকে ‘রুচিহীন ও রাজনৈতিক শিষ্ঠাচারববির্ভূত বলেও আখ্যায়িত করেন মির্জা ফখরুল। তিনি বলেন, “এ রকম বক্তব্য দিয়ে প্রধানমন্ত্রী দেশের রাজনীতিকে কলুষিত করছেন। জোটের আজকের বৈঠকে এর নিন্দা জানানো হয়েছে।”খালেদা জিয়ার সঙ্গে আমলাদের কথিত বৈঠক প্রসঙ্গে গত শুক্রবার এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, “বিএনপি নেত্রীকে বলব, তিনি যদি এই রাতের অভিসারটা বাদ দেন, যা করার দিনের আলোতে করেন, তা সবার জন্যই ভাল হয়।”মির্জা ফখরুল আরও জানান, আগামী ১৩ ডিসেম্বর নারায়ণগঞ্জে কাঁচপুর বালুর মাঠে ২০ দলীয় জোটের জনসভা হবে, তাতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেবেন খালেদা জিয়া। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে জোটের বৈঠকে জামায়াতে ইসলামী রিদওয়ান উল্লাহ শাহিদী, জাতীয় পার্টির (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার, এলডিপির রেদোয়ান আহমেদ, খেলাফত মজলিশের আহমেদ আবদুল কাদের, জাগপার খন্দকার লুৎফর রহমান, ন্যাপের গোলাম মোস্তফা ভুঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।