শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

‘গৃহবধূ থেকে গণতন্ত্রের রক্ষক বেগম জিয়া ’

নিজস্ব প্রতিনিধি, দুবাই :
ddddsserrrrr
সংযুক্ত আরব আমিরাতে বেগম জিয়ার ৮ম কারামুক্তি দিবস উপলক্ষে ইউএই শ্রমিক দলের আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ইউএই বিএনপির সভাপতি জাকির হোসেন বললেন, ‘বেগম জিয়া একজন আপোষহীন নেত্রীর নাম। গৃহবধূ থেকে গণতন্ত্রের রক্ষক হিসেবে যার আর্বিভাব। এখনো তিনি সেই সংগ্রামই অব্যাহত রেখেছেন ।’
বর্তমান রাজনৈতিক প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘আগে দেশের গণতন্ত্র পুণরোদ্ধার করুন। পরে র্নিধারণ হবে কে হচ্ছেন সভাপতি, সম্পাদক আর কে পদস্থ হবেন।’
শুক্রবার রাতে দুবাইয়ের স্থানীয় একটি হোটেলে আয়োজিত এই আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন ইউএই বিএনপির সাধারণ সম্পাদক আবদুল সালাম তালুকদার।
প্রধান বক্তার বক্তব্যে তিনি বলেন, ‘ সমগ্র আরব আমিরাতের বিএনপিকে ঐক্যবদ্ধ করার জন্য তারেক রহমান নির্দেশ দিয়েছেন। আমরাও তার নির্দেশনা অনুযায়ী কাজ করছি। আগামী এক সপ্তাহের মধ্যে ইউএই বিএনপি সহ সব অঙ্গ সংগঠন ঐকে আনার প্রচেষ্টা শুরু হবে। ঐক্যবদ্ধ সংগঠনে যার যা প্রাপ্য, তাকে সেই পদেই পদস্থ করা হবে। তবে ১০১ সদস্যের মধ্যে আমাদের আবদ্ধ থাকতে হবে।’
ইউএই শ্রমিক দলের সভাপতি প্রকৌশলী মাহে আলমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিএনপির সহ সভাপতি নুর আলম, সহ সভাপতি ইলিয়াস চৌধুরী, উম্ম আল কোয়েন বিএনপির সভাপতি আমিনুল ইসলাম, দুবাই বিএনপি সভাপতি মাওলানা আবদুল্লাহ আল মামুন যুবদল সভাপতি প্রকৌশলী ফারুক মাহমুদ চৌধুরী, ইউএই বিএনপি সহ-সভাপতি সিরাজুল ইসলাম। এরশাদুল আলমের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জাকির হোসেন, শামসুর নাহার স্বপনা, শাহিদুল ইসলাম, আজিজুল ইসলাম, আবদুল আলিম সাইফুল, ইমাম হোসেন, মাহমুূদ আলী, আবু রাসেল, সুলতান, হান্নান, আতাউর রহমান, এম এন কেফায়েত, আলমঙ্গীর, আবদুল কুদ্দুস, শাহিনুর রহমান শাহিন, নিজাম প্রমুখ।
আলোচনা সভার শেষাংশে জাকির হোসেন, আবদুল সালাম, মাহে আলমকে বিশেষ সম্মাননা প্রদান করে ইউএই শ্রমিকদল।