সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

গণমাধ্যম কঠোরভাবে নিয়ন্ত্রণ করছে সরকার : খালেদা জিয়া

khaleda zia (5)_200598
বর্তমান সরকার কঠোরভাবে গণমাধ্যমগুলোকে নিয়ন্ত্রণ করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।

 মঙ্গলবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে একুশে টিভির চেয়ারম্যান আবদুস সালামকে গ্রেফতারের প্রতিবাদ ও নিন্দা জানিয়ে একথা বলেন তিনি।বিএনপি চেয়ারপার্সন বলেন, গণতান্ত্রিক সভ্য সমাজে স্বাধীন মত প্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা স্বীকৃত গণতান্ত্রিক অধিকার। বর্তমান সরকারের আমলে জনগণের সকল অধিকার ফ্যাসিবাদী কায়দায় হরণ করা হয়েছে। রুদ্ধ করা হয়েছে নির্ভিকভাবে মত প্রকাশের স্বাধীনতাকে।
 তিনি বলেন, ইতোপূর্বে আওয়ামী লীগ সরকার দেশের জনপ্রিয় পত্রিকা ‘দৈনিক আমার দেশ’ বন্ধ এবং সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেফতার করে কারা-অন্তরীণ রেখেছে। এছাড়া বেসরকারী টিভি ‘চ্যানেল ওয়ান, দিগন্ত টিভি ও ইসলামিক টিভি বন্ধ করে দেয়া হয়েছে। এখন সকল গণমাধ্যমকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে। বিরোধী দল ও মত দমনে এ ধরণের অন্যায় ও ন্যাক্কারজনক কর্মকান্ড গণতন্ত্রের জন্য কখনোই শুভ নয়।
 তাই সর্বশেষ বন্ধ করে দেয়া একুশে টিভিসহ সকল বন্ধ গণমাধ্যম খুলে দেয়া এবং গ্রেফতারকৃত একুশে টিভির চেয়ারম্যান আবদুস সালামসহ সকল সাংবাদিকের নি:শর্ত মুক্তির দাবি জানান তিনি।