সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

গণজাগরণ মঞ্চের বর্ষপূর্তি

52f24bdca7adb-1_24925
নানা আয়োজনে পালিত হচ্ছে গণজাগরণ মঞ্চের বর্ষপূর্তি। এ উপলক্ষে আজ বিকেলে শাহবাগ থেকে গণজাগরণ মঞ্চের জাগরণ যাত্রা শুরু হয়। এতে অংশ নেন বুদ্ধজীবী, সাংস্কৃতিককর্মীসহ কয়েক হাজার মানুষ। জাগরণ যাত্রাটি শাহবাগ থেকে কারওয়ান বাজার ঘুরে সেটি শাহবাগে ফিরে শেষ হয়।
গণজারণ মঞ্চের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গণজাগরণ মঞ্চ বুধবার সকাল সাড়ে ৮টায় সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে। এরপর সেখান থেকে ফিরে কেন্দ্রীয় শহীদ মিনারে তারা পুষ্পস্তবক অর্পণ করেন। বিকেল ৩টায় শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে জাতীয় সংগীতের মধ্য দিয়ে গণজাগরণের মূল অনুষ্ঠান শুরু হয়। বেলা সারে ৩টায় মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার শপথগ্রহণ করে কর্মীরা। ৫টা ১০ মিনিটে গণজাগরণ মঞ্চ ‘জাগরণের যাত্রা’ নামে একটি মিছিল বের করে। মিছিলটি শাহবাগ থেকে কারওরান বাজার মোড় ঘুরে আবার শাহবাগ হয়ে টিএসসি ঘুরে শাহবাগে শেষ হয়। জাগরণ যাত্রায় অংশ নেওয়া ব্যক্তিদের হাতে ছিল জাতীয় পতাকা, যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত ব্যক্তিদের কার্টুন, যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবি সংবলিত বিভিন্ন স্লোগানের প্ল্যাকার্ড। গত বছরের ৫ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লাকে যাবজ্জীবন সাজা দিয়ে রায় ঘোষণা করেন। সেই রায় প্রত্যাখ্যান করে শাহবাগে আন্দোলন গড়ে তোলে তরুণ প্রজন্ম। এ দিনটিকে প্রতিষ্ঠাবার্ষিকী হিসেবে পালন করছে গণজাগরণ মঞ্চ।
উৎস- শীর্ষ নিউজ ডটকম