রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

গণআন্দোলনে সরকারের পতন হবে: মির্জা আব্বাস

index_137558

স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস বলেছেন, সরকারের বিরুদ্ধে জনঅসন্তোষ তৈরি করে বিএনপি গণআন্দোনের ডাক দেবে। এবারের গণআন্দোলনেই সরকারের পতন হবে।বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে র‌্যারিস্টার আবদুস সালাম তালুকদার স্মৃতি সংসদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।মির্জা আব্বাস সরকারের উদ্দেশ্যে বলেন, বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া থেকে বিরত থাকুন ও অকারণে তাদের ওপর নির্যাতন করা থেকে বিরত থাকুন। অন্যথায় গণঅভ্যুত্থান দমিয়ে রাখতে পারবেন না।মন্ত্রীদের উদ্দেশ্য করে তিনি বলেন, বিএনপিকে উদ্দেশ্য করে উস্কানিমূলক বক্তব্য দিবেন না। এতে আপনারদেরও মঙ্গল হবে না,এর ফল আপনাদেরকেই ভোগ করতে হবে।
আজীবন ক্ষমতায় থাকার যে স্বপন দেখছেন-এটা আপনাদের ভুল ধারণা। সরকারের বিরুদ্ধে জনগণের জন অসন্তোষে সরকারের পতন হবে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. এমাজউদ্দিন আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, সেলিমা রহমান, চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুল মান্নান, অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, প্রচার সম্পাদক জয়নাল আবদিন ফারুক, যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, সাবেক এমপি নিলুফা চৌধুরী মনি, সহ- দপ্তর সম্পাদক শামীমুর রহমান শামীম প্রমুখ বক্তব্য রাখেন।