রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

খালেদাকে ‘হকুমের আসামি’ বললেন প্রধানমন্ত্রী

sheikh-hasina-khaleda-zia-bangladesh2_57721

 

অবরোধে সাধারণ মানুষ নিহতের ঘটনায় হুকুমের আসামি হিসেবে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে আইনের আওতায় আনা যুক্তিযুক্তি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।আজ বুধবার বিকেলে দশম জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সাবেক মন্ত্রী এ বি তাজুল ইসলামের এক সম্পূরক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ২০১৪ সালের মতো আবারও মানুষ হত্যায় মেতে উঠেছেন। যখন আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে, ঠিক তখনই হঠাৎ কোনো ইস্যু ছাড়াই মানুষ খুন করছে বিএনপি। বিএনপি নেত্রী তার ঘরবাড়ি ছেড়ে অফিসে বসে হুকুম দিচ্ছেন। তার হুকুমেই মানুষ পুড়ে মারা যাচ্ছে। তাই ‘হুকুমের আসামি হিসেবে তাকে আইনের আওতায় আনাই যুক্তিযুক্ত।তিনি আরও বলেন, আইন তার নিজস্ব গতিতে চলবে। হুকুমের আসামি হিসেবে কী ব্যবস্থা নেওয়া যায় তা খতিয়ে দেখবে আইন-শৃঙ্খলা বাহিনী। তারাই ব্যবস্থা নেবে।শেখ হাসিনা বলেন, বিএনপি-জামায়াত জোট ২০১৪ সালে নির্বাচন বানচাল করার নামে অনেক বাড়িঘর পুড়িয়েছে, মানুষ হত্যা করেছে। আমাদের দুর্ভাগ্য দেশের মানুষ যখন শান্তির পথ দেখছে। ঠিক সেই সময় আবারও মানুষ হত্যা করা হচ্ছে।তিনি বলেন, কেন খালেদা জিয়া মানুষ হত্যায় নেমেছেন? কেন সাধারণ মানুষকে মারা হচ্ছে? তিনি (খালেদা) ঘড়বাড়ি ছেড়ে অফিসে বসেই হুকুম দিচ্ছেন। তার হুকুমেই মানুষ পুড়ে মারা যাচ্ছে।’ যোগ করেন প্রধানমন্ত্রী।