সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

ক্রিকেটারদের ২ কোটি টাকা পুরস্কার দেবার ঘোষণা প্রধানমন্ত্রীর

image_214553.bd trophy win
বাংলাদেশের ক্রিকেট দল প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে সব সময়ই পায় অন্যরকম পুরস্কার। এবারও নতুন একটি পুরস্কারের ঘোষণা এলো। বাংলাদেশের ক্রিকেট দলকে ২ কোটি টাকা দেওয়ার ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী। আজ শনিবার তিনি ক্রিকেট দলকে আমন্ত্রণ জানিয়েছিলেন গণভবনে। সেখানে টাইগারদের সাথে মধাহ্নভোজ করেন শেখ হাসিনা। খেলোয়াড়দের গর্বে গর্বিত প্রধানমন্ত্রী ওখানেই দেন ঘোষণা। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলেছিল বাংলাদেশ। বিশ্বকাপের ওই সাফল্যের জন্য ১ কোটি টাকা দেওয়া হবে জাতীয় দলকে। জাতীয় দল ১ কোটি টাকা আরো পাবে পাকিস্তানকে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে হারানোয়। ক্রীড়াঙ্গনের সাথে জড়িত খেলোয়াড়সহ সবার জন্য কল্যাণ ট্রাস্ট করার ঘোষণাও দিয়েছেন প্রধানমন্ত্রী।গণভবনের অনুষ্ঠানে খেলোয়াড়দের প্রায় সাড়ে আট কোটি টাকার আর্থিক পুরস্কারের ঘোষণা দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ”আমার হাতে একটি তালিকা দেওয়া হয়েছে যে, উইনিং বোনাস হিসেবে খেলোয়াড়দের দেওয়া হবে ১ কোটি, আইসিসি থেকে পাওয়া যাবে ৩ কোটি, বিসিবি থেকে দেবে ১ কোটি ৩০ লাখ। আমি নিজে বিশ্বকাপে ভালো খেলার জন্য দেব ১ কোটি আর বাংলাওয়াশ এবং টি-টোয়েন্টির জন্য আরও ১ কোটি। বেক্সিমকো থেকেও দেওয়া হবে ১ কোটি। সব মিলিয়ে মোট আট কোটি টাকার মতো খেলোয়াড়দের দেওয়া হবে।”পুরস্কার আছে আরো। এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে খেলোয়াড়দের গাড়ি দেওয়া হয়েছিল। তখন যে খেলোয়াড়রা পাননি এবং যাঁরা দলে নতুন এসেছেন, তাঁদের জন্যও গাড়ির ব্যবস্থা করা হবে বলে প্রধানমন্ত্রী নিশ্চিত করেছেন। খেলোয়াড়দের আবাসন নিয়েও ভাবছেন প্রধানমন্ত্রী। জায়গা বরাদ্দ দিতে প্রয়োজনীয় নির্দেশনা তাঁর পক্ষ থেকে দিয়ে দেওয়া হয়েছে বলেও জানান। জাতীয় দলের প্রত্যেক খেলোয়াড়কে অন্তত দুটো করে ফ্ল্যাট দেওয়ার পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রী।