সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

কোরবানির পশুর চামড়ার মূল্য নির্ধারণ

chamra_34683

এ বছরের ঈদ-উল আযহার পশুর চামড়ার মূল্য নির্ধারণ করেছে চামড়া ব্যবসায়ীরা। ঢাকায় লবণযুক্ত গরুর চামড়া প্রতি বর্গফুটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৭০ থেকে ৭৫ টাকা এবং ঢাকার বাইরে ৬০ থেকে ৬৫ টাকা।

আজ শুক্রবার সকালে রাজধানীর ধানমন্ডিতে বাংলাদেশ ফিনিশ লেদার অ্যান্ড ফুটওয়ার এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মূল্য নির্ধরণের এ ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ফিনিশ লেদার অ্যান্ড ফুটওয়ার এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবু তাহের।

এছাড়া, লবণযুক্ত মহিষের চামড়ার মূল্য প্রতি বর্গফুট নির্ধারণ করা হয়েছে ৩৫ থেকে ৪০ টাকা, খাসির লবণযুক্ত চামড়ার মূল্য ৩০ থেকে ৩৫ টাকা এবং বকরির লবণযুক্ত চামড়ার মূল্য ২৫ থেকে ৩০ টাকা।