সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

কালবৈশাখী ঝড়ে ঘর-বাড়ির ব্যপক ক্ষতি

WP_20150408_11_15_55_Pro copy
মীরসরাই উপজেলার বিভিন্ন স্থানে গতকাল মঙ্গলবার রাত ১১টা থেকে ১২ টা পর্যন্ত প্রায় ১ ঘন্টা অবধি কাল বৈশাখীর তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। উপজেলার কাটাছরা, দুর্গাপুর, করেরহাট, মীরসরাই, খৈয়াছরা, মায়ানী, সাহেরখালি ও ওচমানপুর ইউনিয়নে গাছপালা, বৈদ্যুতিক খুঁটি, গোয়াল ঘর ও রান্না অনেকের কাঁচা ঘরবাড়িও পড়ে যাবার খবর পাওয়া গেছে। করেরহাট ইউনিয়নের পশ্চিম জোয়ার গ্রামের কয়েকটি হিন্দু পরিবারের ঘরবাড়ি পড়ে গেছে। এছাড়া গাছপালা উপড়ে গেছে। দুর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম খোকা বলেন জনার্দনপুর ও কালীতল গ্রামে অনেক কাঁচা ঘরবাড়ি পড়ে গেছে। অনেকে জানায় বিভিন্ন এলাকায় বোরা ধান ও রবি শস্যের ব্যাপক ক্ষতি হয়েছে। উল্লেখ্য যে, দুদিন পূর্বে ও কাল বৈশাখীতে উপজেলার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া ঝড়ো হাওযায় বৈদ্যুতিক খুটি ও জাতীয় গ্রীডের বৈদ্যুতিক লাইনের ব্যপক ক্ষতি হওয়ায় গতকাল রাত থেকে পুরো মীরসরাই উপজেলা বিদ্যুৎবিহীন রয়েছে।