সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

কানাডায় পদ্মাসেতু দুর্নীতি মামলার বিচার শুরু ১৩ এপ্রিল

rcen1or4

অবশেষে কানাডার অন্টারিও’র সুপিরিয়র কোর্ট অব জাস্টিসের আদালতে বহুল আলোচিত পদ্মা সেতু দুর্নীতি ষড়যন্ত্র মামলার বিচার শুরু হতে যাচ্ছে। আগামী বছরের ১৩ এপ্রিল এ বিচার কার্যক্রম শুরু হবে। এর আগে দফায় দফায় প্রাক-বিচার শুনানি হলে বিচারের দিনক্ষণ নির্ধারিত হয়নি।

কানাডার রয়্যাল অন্টারিও মাউন্টেড পুলিশ (আরসিএমপি)জানিয়েছে, তদন্তনাধীন কোনো বিষয় নিয়ে তারা মিডিয়ায় কোনো ধরনের মন্তব্য করবে না।

তবে সংশ্লিষ্ট সূত্র জানা গেছে, পদ্মাসেতু প্রকল্পের কাজ পাইয়ে দিতে দুর্নীতির যে ষড়যন্ত্র হয়েছে তার যথেষ্ট প্রমান আরসিএমপি’র হাতে রয়েছে এবং তারা সেগুলো আদালতে উপস্থাপন করেছেন। এছাড়া কানাডা পুলিশ মামলাটি নিয়ে আরো কিছু তদন্ত চালিয়ে যাচ্ছে।

প্রসঙ্গত, ঘুষ দিয়ে বাংলাদেশের পদ্মাসেতু প্রকল্পের কাজ পাইয়ে দিতে ষড়যন্ত্র করার অভিযোগে রয়্যাল অন্টারিও মাউন্টেড পুলিশ (আরসিএমপি) এসএনসি লাভালিনের সাবেক কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করেন। এদের মধ্যে বাংলাদেশি বংশোদ্ভূত মোহাম্মদ ইসমাইল, ভারতীয় বংশোদ্ভূত রমেশ শাহ, কেভিন ওয়ালেসছাড়াও বাংলাদেশের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরীকে অভিযুক্ত করা হয়। পরে আদালতের এখতিয়ার নিয়ে তোলা প্রশ্নের পরিপ্রেক্ষিতে আবুল হাসান চৌধুরীকে মামলা থেকে আপাতত অব্যাহতি দেওয়া হয়।