সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

কাটাছরা পুকুরে ডুবে এস.এস.সি পরীক্ষার্থীর মৃত্যু

মীরসরাই প্রতিনিধি ॥ মীরসরাই উপজেলার ৭ নং কাটাছরা ইউনিয়নে রহস্যজনকভাবে পুকুরের পানিতে পড়ে এক এসএসসি পরীক্ষার্থী তরুনীর মর্মান্তিক মৃত্যু ঘটেছে। নিহত তরুনী ওয়াহেদুন্নেছা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী। আগামী ২০১৬ এর এসএসসি পরীক্ষার্থী সে।

উপজেলার ৭ নং কাটাছরা ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আনোয়ার সবুজ জানান পশ্চিম কাটাছরা গ্রামের কৃষক জাকির হোসেনের ষোড়ষী তরুনী সাজেদা আক্তার লিমা গতকাল মঙ্গলবার ( ২২ সেপ্টেম্বর) সকাল ১০ টায় পুকুরে গেলে তাকে আর খুঁজে পাওয়া যায় নি। কিছুক্ষন পর লিমাকে পুকুরের পানি থেকে তাকে উদ্ধার করে উপজেলার মস্তাননগরস্থ স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎক তাকে মৃত ঘোষনা করে। গতকাল সন্ধায় নিহতের নিজ গ্রামে নামাজে জানাযা শেষে তার দাফন সম্পন্ন হয়।
নিহত তরুনী লিমা কাটাছরার ওয়াহেদুন্নেছা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর মেধাবী ছাত্রী। সে এবারের এসএসসি পরীক্ষার্থী ছিল। প্রাপ্ত তথ্যে জানা যায় তরুনী লিমার মৃত্যু নিয়ে নানা প্রকার রহস্যজনক সংস্কারের কথা বলাবলি করছে। জনৈক গ্রামবাসি জানান পুকুরের পাড়ে ঘুর্ণি বায়ু বা জ্বীন ভূত তাকে মেরে ফেলেছে। তবে এই বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর চিকিৎসকদের বক্তব্য নেবার চেষ্টা করে কাউকে মুঠোফোনে পাওয়া যায় নি।