শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

কাচ আর ভাঙবে না

52edfecf4721e-glass2-seashell

কাচ পড়ে গেলে ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। সম্প্রতি কানাডার গবেষকেরা জানিয়েছেন, তাঁরা এমন এক ধরনের কাচ তৈরির জন্য কাজ করছেন, যা পড়ে গেলে বা আঘাত পেলেও সহজে ভাঙবে না। সায়েন্স ডেইলির এক প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে।কানাডার ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা পরবর্তী প্রজন্মের কাচ নিয়ে গবেষণা করছেন। তাঁদের দাবি, তাঁরা কাচ তৈরির এমন একটি পদ্ধতি উদ্ভাবন করেছেন যাতে কাচ ভাঙে না বরং পড়ে গেলে তা বেঁকে যায় বা বড়জোর  আকার পরিবর্তন হয়ে যায়।গবেষক ফ্রাঙ্কোইস বার্টহেলাট জানিয়েছেন, তাঁরা প্রকৃতি থেকে অনুপ্রেরণা নিয়ে কাচ তৈরির প্রক্রিয়া উদ্ভাবন করেছেন। এ কাজে তাঁদের অনুপ্রেরণা হয়ে কাজ করেছে ঝিনুক।গবেষক বার্টহেলাট আরও জানিয়েছেন, ঝিনুকের খোলস তৈরিতে ৯৫ শতাংশ চক ব্যবহূত হয় যা মূলত ভঙ্গুর। কিন্তু ভেতরের খোলসকে রক্ষাকারী মাদার অব পার্ল; যা তৈরি হয় আণুবীক্ষণিক ক্ষুদ্রাকৃতির লেগো ব্লকের আদলে এবং তা অনেক বেশি শক্তিশালী। দুই দশক ধরে পদার্থটির গঠন নিয়ে গবেষণা করছেন গবেষকেরা।