রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

কাওরান বাজারে ট্রেনে কাটাপড়ে নিহত ৪ আহত ৬

real-_146340

রাজধানীর কারওয়ান বাজারে রেলক্রসিংয়ে ট্রেনের নীচে কাটা পড়ে ৪জন নিহত হয়েছে। এ সময় ৮ জন গুরুতর আহত হয়। আহতদের অবস্থা আশঙ্কাজনক। বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে।ঘটনাস্থলে দুজন মারা যায়। নিহতদের মধ্যে একজনের একজনের নাম নুর মোহাম্মদ বাড়ি ময়মনসিংহে। পরে হাসপাতালে নেয়ার পর আরেকজন মারা যায়। বিকেল চারটার দিকে অসুস্থ্য মনোয়ারা বেগম (৪৫) নামে আরেকজন মহিলা মারা যান। নিহতদের মধ্যে দুজন মহিলা ও দুজন পুরুষ বলে জানা গেছে। এ নিয়ে মৃতের সংখ্যা ৪ জনের দাঁড়ালো। নুর মোহাম্দদ একজন কলা বিক্রেতা। সে কারওয়ান বাজারে কলা কিনতে গিয়েছিলো।দুর্ঘটনার পর কমলাপুর জিআরপি থানায় গিয়ে তার স্ত্রী লাশ সনাক্ত করেন। নিহত মনোয়ার বেগমের বাড়ি বরগুনা সদর এলাকার চামনা গ্রামে। সে বাংলামোটর পেট্রোলপাম্প গলিতে থাকতো। সকালে বাজার করতে গিয়ে আকস্মিক দুর্ঘটনায় পড়ে মারাত্মক আহত হয় মনোয়ারা।নিহত আরেকজন হলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক আব্দুল মালেক (৬০)। সন্ধ্যায় হাসপাতালের মর্গে তার ছেলে বাবার রাশ সনাক্ত করেন।প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার সকালে কাওরান বাজার এলাকার মাছ বাজার রেলক্রসিং দিয়ে একই সময়ে পাশাপাশি লাইন দিয়ে দুটি ট্রেন যাচ্ছিল। পার হওয়ার সময় বেশ কয়েকজন ট্রেনের নিচে কাটা পড়ে। এতে একজন ঘটনাস্থলে নিহত হয়। ৮ জন গুরুতর আহত হন। তাদের স্থানীয়রা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।বর্তমানে ৭ জন চিকিৎসাধীন আছেন।আহতরা হলেন, ফজলু খান,(৪০) রাজিব হোসেন (১৯), সৈয়দ হোসেন (৩৫), পারুল আকতার (৬৫) ও সালমা বেগম (৪৫)।এব্যাপারে কমলাপুর রেলওয়ে জিআরপি থানার ওসি আব্দুল মজিদ জানান, জামালপুর তারাকান্দি থেকে ছেড়ে আসা ঢাকাগামী যমুনা এক্সপ্রেস ও ঢাকা থেকে চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস সকালে কারওয়ান বাজার পার হচ্ছিল এসময় মাছ বাজারে লোকজন হুড়োহুড়ি করে পাশের লাইনে সাইড নিতে গিয়ে ট্রেনের নীচে চাপা পড়ে। ওসি মজিদ জানান, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে জিআরপি থানায় একটি মামলা দায়ের করেছে।