সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

কাঁপছে বিশ্ব! গাঙ্গুলি বলেন, ভাগ্য ভালো ক্রিকেট ছেড়ে দিয়েছি নাইলে মুস্তাফিজের বল আমার…

1459177939

ইস্টবেঙ্গলে খেলে মোনেম মুন্না কলকাতাবাসীর হৃদয় জয় করেন। এরপর আইপিএলে সাকিব। এখন কলকাতা জুড়ে শুধুই মুস্তাফিজের নাম। শনিবার ইডেন গার্ডেনে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ শোচনীয়ভাবে হার মানে নিউজিল্যান্ডের কাছে। কিন্তু ২২ রানে ৫ উইকেট নিয়ে মুস্তাফিজ কলকাতা জয় করলেন। এক ম্যাচ খেলে মুস্তাফিজ এখন কলকাতাবাসীর প্রিয় ক্রিকেটার হয়ে গেলেন।

বিশ্বকাপ মিশন শেষ করে বাংলাদেশ গতকালই দেশে ফিরেছে। অথচ রবিবার কলকাতা জুড়ে একটাই আলোচনা ছিল বাংলাদেশের মুস্তাফিজ। সৌরভ গাঙ্গুলি বলেন, ভাগ্য ভালো ক্রিকেট ছেড়ে দিয়েছি। তা না হলে মুস্তাফিজের বল মোকাবিলা করতে হিমশিম খেতে হতো। ঢাকায় ভারতের বিপক্ষে এই ছেলে দুর্দান্ত বল করে আলোচনায় উঠে আসে। ও যে আলোচনার পাত্র তা এবার স্বচক্ষেই দেখলাম। পাঁচ আউটের মধ্যে চারটিই বোল্ড। কি অসাধারণ বোলিং।

এমন খেলতে পারলে উইকেট শিকারের দিক দিয়ে সবাইকে ছাড়িয়ে যাবে। ওর বল আসলে ব্যাটসম্যানরা বুঝতেই পারে না। কলকাতায় অনেক ক্রিকেট হয়েছে। অনেক ক্রিকেটার নিয়ে আলোচনা হয়েছে। কিন্তু এক ম্যাচ খেলেই মুস্তাফিজকে ঘিরে যে হৈ চৈ পড়ে গেছে তা কারও বেলায় হয়নি।