শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

করেরহাটে দূর্ঘটনা রোধে ফ্রেন্ডশীপ-৯৮ এর জনসচেতনতামূলক ফলক

22222নিজস্ব প্রতিনিধি : করেরহাটে গত কয়েকমাসে বেশ কয়েকটি দূর্ঘটনা ঘটেছে। এতে বিশেষ করে বিদ্যালয়গামী শিার্থীরা আহত হয়েছে। এছাড়া গত বছর ট্রাক চাপায় মেহেদী হাছান নামে করেরহাট কে এম উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর এক শিার্থী নিহত হয়েছে। তাই দূর্ঘটনা রোধে করেরহাটের সামাজিক সংগঠন ফ্রেন্ডশীপ-৯৮ করেরহাট কে এম উচ্চ বিদ্যালয়, করেরহাট এনবি শিশূ একাডেমী, করেরহাট মাদ্রাসা, হাবিলদারবাসা উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কে সচেতনতামূলক নামফলক স্থাপন করেছে। গতকাল শুক্রবার (৩০ অক্টোবর) বিকাল ৫টায় সংগঠনের সদস্যরা এ ফলকগুলো স্থাপন করেন। এতে বিদ্যালয়ের সামনে সীমিত গতিতে যান চলাচল করতে চালকদের দৃষ্টি আকর্ষন করা ও দূর্ঘটনার ফলাফল তুলে ধরা হয়েছে।
ফ্রেন্ডশীপ-৯৮ এর পরিচালক সাইফুল ইসলাম বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা এ উদ্যোগ নিয়েছি। আমরা চাইনা আমাদের কোন সন্তান দূর্ঘটনায় প্রাণ হারাক। আশা করি আমাদের এ উদ্যোগ সামান্যতম হলেও জনসচেতনতা সৃষ্টি করবে।