শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

কবি বিদিশা দাসের কবিতা ”বাঁশিডাক ”

34-600x445

বাঁশিডাক
বিদিশা দাস

ইদানীং প্রায়ই বুক হু হু করা বাঁশিডাক শুনি !
যে বাউণ্ডুলে ছেলে এলোমেলো বিকেলে
আজো আবছায়া পথ ধরে হেঁটে চলে যায়,
নাজানি কবে থেকে ধুলোপথে সে চলে যাচ্ছে,যাচ্ছে…
চলে যাওয়ার কোন শব্দ থাকেনা,
শুধু থাকে হঠাৎ ফুরিয়ে যাওয়া গল্প,
নিবিড় কুয়াশা আর স্তব্ধতার ভাষা।
বড় আশ্চর্য বাঁশি বেজে ওঠে ছেলের ঠোঁটে।
ইচ্ছে করে ছুঁয়ে দেখি ওই চলে যাওয়াকে,
ছুঁয়ে ফেলি ধু ধু করা শব্দহীন বহুদূর অথবা ওই মনখারাপিয়া বাঁশির সুর ।
আমিতো সম্পূর্ণ হতে চেয়েছি শুধু ওই বাঁশির ডাকেই !
দূরত্ব ঘোলাটে হয়ে যায়,সময় বয়ে যায় ;
বাউণ্ডুলে ছেলেটা আজো চলে যায়,চলে যায়…
ফুল-পাতা ঝরার, দীর্ঘশ্বাসের কোন শব্দ শুনিনা,
শুধুই বুক হু হু করে ওঠা বাঁশিডাক শুনি,শুনি… ।।