সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

কবি তামান্না রসুলের কবিতা “একুশ আমার”

20150205153333

একুশ আমার
তামান্না রসুল

একুশ আমার মনের ভাষা,
একুশ কবিতা।
একুশ আমার ভায়ের রক্তে রাঙানো
এক পুরনো খাতা।
একুশ আমার মায়ের কান্নার সুর,
মেঘের গর্জনের হুংকার।

একুশ আমার বাবা হারানোর দিন
অশ্রুতে আমি কাঁদি।
একুশ আমার বৃষ্টির গতি,
গুলিতে বিদ্ধ এক ছাতি।

একুশ আমার ভাষার ভাষা,
জন্মগত অধিকার।
একুশ আমার মায়ের শেখানো-
ছড়া কবিতার।

একুশ আমার দুঃখ
একুশ আমার সুর;
যার বিনিময়ে পেয়েছি আমি
রক্তে রাঙানো এক ভোর।