সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

এমআরপি পাসপোর্টের আবেদন করলেন খালেদা জিয়া

bnp khaleda zia ---------------- 00_99582

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি)’র আবেদন করেছেন। বৃহস্পতিবার বিকাল ৪টা ৪০ মিনিটে আগারগাঁওয়ের পাসপোর্ট অফিসে সশরীরে হাজির হন। এরপর তিনি লাল পাসপোর্ট জমা দিয়ে সবুজ পাসপোর্টের জন্য আবেদন করেন। ঢাকার বিভাগীয় পাসপোর্ট পরিচালক মুন্সি মুহিত ইকবাল তার আবেদন গ্রহণ করেন। এসময় তিনি আঙুলের ছাপ দিয়ে ওয়েব ক্যামেরায় ছবি তোলেন। এরপর বিকাল ৫টা ৫ মিনিটে তিনি আগারগাঁও পাসপোর্ট অফিস থেকে বেরিয়ে গুলশানের বাসভবনের উদ্দেশে রওনা দেন।এসময় চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল সাংবাদিকদের বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দীর্ঘদিন প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেত্রী হিসেবে লাল পাসপোর্ট ব্যবহার করেছেন। যেহেতু এখন তিনি এমপি কিংবা রাষ্ট্রীয় কোন পদে নেই তাই লাল পাসপোর্ট জমা দিতে সশরীরে তিনি পাসপোর্ট অফিসে এসেছিলেন। তিনি বলেন, অনেক কিছুই সাবেক প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়ার পাওয়ার কথা ছিল। কিন্তু সেগুলো থেকেই সরকার তাকে বঞ্চিত করেছে। তাই তিনি লাল পাসপোর্টের জন্য আবেদন করবেন বলে মনে হয় না। চেয়ারপারসনের আগমনকে কেন্দ্র করে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতা-কর্মী আগারগাঁও পাসপোর্ট অফিসের সামনে জড়ো হন। এ সময় কেন্দ্রীয় নেতাদের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, সাদেক হোসেন খোকা, চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, বরকতউল্লাহ বুলু, রুহুল কবির রিজভী, ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব-উন নবী খান সোহেল প্রমুখ উপস্থিত ছিলেন।