রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

এবার নারীদের নিচ্ছে আল-কায়েদা

timthumb

 

সিরিয়া ও ইরাকে আল-কায়েদা সংশ্লিষ্ট সশস্ত্র সংগঠনগুলো তাদের অভিযান ও তৎপরতায় নারী সৈনিকদের নামাতে শুরু করেছে। ইতোমধ্যে তারা নারী সৈনিকদের নিয়ে ব্রিগেড গঠন করেছে। সোমবার এক সংবাদে সৌদী গ্যাজেট জানায়, সিরিয়ার রাকাহ শহরেই এই নারী সৈনিকদের প্রথম পদার্পন হবে।অন্যান্য আরব পত্রিকাগুলোও স্থানীয় পত্রিকা আশরাক আল-আওসাতের বরাত দিয়ে খবরটি প্রকাশ করেছে। তাতে বলা হয়, সিরিয়া ও বাগদাদে যুদ্ধরত আল-কায়েদা সংশ্লিষ্ট সশস্ত্র সংগঠনগুলোর হয়ে কাজ করবেন এসব নারী যোদ্ধা। নারী ব্যাটেলিয়নগুলোর নাম দেয়া হয়েছে ‘আল-খানসা’ এবং ‘উম আল-রাইয়ান’। পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়েছে, নারী সদস্য সংগ্রহের ক্ষেত্রে কিছু শর্ত ও নীতিমালা নির্ধারণ করে দিয়েছে এসব সশস্ত্র সংগঠন।সদস্য হতে ইচ্ছুক প্রত্যেক নারীর বয়স ১৮ থেকে ২৫-এর মধ্যে হতে হবে। সেইসাথে বিবাহিত বা কারো বাগদত্তা হওয়া চলবে না।সশস্ত্র বাহিনীতে যোগ দেয়া নারীদের প্রতিমাসে ২৫ হাজার সিরিয়ান লিরা বেতন দেয়া হবে। যোগ দেয়া নারী সদস্যদের কাজ হবে রাকাহ শহরে টহল দেয়া ও চেকপয়েন্ট স্থাপন। সেইসাথে নারী পথিক বা সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করা। ইরাক ও সিরিয়ায় যুদ্ধরত সংগঠনগুলোর সাথে আল-কায়েদার প্রত্যক্ষ যোগাযোগ রয়েছে বলে বহুদিন ধরেই বলে আসছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। তাদের অন্যতম প্রধান সংগঠন ইসলামিক স্টেট অব ইরাক এন্ড সিরিয়া (আইএসআইএস) এ পরিকল্পনা কার্যকর করছে। এদের পরিকল্পনা থেকে শুরু করে অস্ত্রের যোগানও অনেকটাই আসছে আল-কায়েদার কাছ থেকেই আসেছ।