শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

ইসলামী আন্দোলনের কর্মসূচি ঘোষণা

islami-andulan2_47987

 

পবিত্র হজ ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)কে নিয়ে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীর কটূক্তির প্রতিবাদে ও তার শাস্তির দাবিতে আগামী ৯ ডিসেম্বর দেশের প্রতিটি জেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। একইসঙ্গে ইসলাম নিয়ে কটূক্তিকারীদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির আইন পাসের দাবিও জানিয়েছে সংগঠনটি। আজ শুক্রবার পল্টনে সমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা করেন ইসলামী আন্দোলনের আমির রেজাউল করিম। এসব দাবিতে ইসলামী আন্দোলন অন্য যেসব কর্মসূচি ঘোষণা করেছে তার মধ্যে রয়েছে- ১২ ডিসেম্বর সিলেট বিভাগীয় মহাসমাবেশ। নিজেদের দাবির পক্ষে জনমত সৃষ্টির লক্ষ্যে ২৫ ডিসেম্বর থানায় থানায় বিক্ষোভ।২৩ থেকে ২৫ ডিসেম্বর ঢাকা-কুড়িগ্রাম রোডমার্চ। ৫ থেকে ৭ জানুয়ারি ঢাকা-সিলেট রোডমার্চ। ৭ থেকে ৯ জানুয়ারি ঢাকা-খুলনা রোডমার্চ। ১০ থেকে ১১ জানুয়ারি খুলনা-বরিশাল রোডমার্চ। ২১ থেকে ২৩ জানুয়ারি ঢাকা-চট্টগ্রাম রোডমার্চ। ১৫ থেকে ২৮ ফেব্রুয়ারি গণস্বাক্ষর সংগ্রহ অভিযান। ১৮ মার্চ বঙ্গভবন অভিমুখে গণমিছিল ও রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি পেশ।এছাড়া আসন্ন সংসদ অধিবেশন চলাকালে সংসদ অভিমুখে গণমিছিল ও স্মারকলিপি পেশ করবে ইসলামী আন্দোলন।