সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

ইছাখালীতে অগ্নিকান্ডে ৩টি ঘর পুড়ে ছাই, ১৫ লক্ষাধিক টাকার ক্ষয় ক্ষতি

নিজস্ব প্রতিবেদক ঃ মিরসরাইয়ের ইছাখালীতে ভয়াবহ এক অগ্নিকান্ডে এক বাড়ীর ৩টি ঘর পুড়ে ছাই হয়েছে। শুক্রবার ৫ ফেব্রুয়ারী উপজেলার ৬নং ইছাখালী উইনিয়নের পশ্চিম ইছাখালী গ্রামের জৈনেক সিরাজ মিয়ার বাড়ীতে দুপুর ১টা ৩০মিনিটের সময় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। প্রাথমিক ভাবে জানা যায়, বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্র পাত হয়। প্রত্যক্ষদর্শী ব্যবসায়ী ওমর ফারুক জানান, দুপুরে পুরুষরা সবাই পবিত্র জুমার নামাজে ব্যস্ত ঠিক ওই সময় নুর আহম্মদের ঘরে বৈদ্যুতিক শর্ট সর্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এসময় আগুন মুহুর্তের মাঝে সিরাজ মিয়া ও মজিবুল হকের ঘরেও ছড়িয়ে পড়ে। পরে বাড়ীর মহিলাদের চিৎকারে মসজিদ থেকে বেরিয়ে স্থানীয় জনতা আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। তাদের সর্বস্ব পুড়ে ছাই হয়ে যায়। এদিকে খবর পেয়ে মিরসরাই দমকল বাহিনীর ঘটনাস্থলে ছুটে গেলেও তাদের যাওয়ার পূর্বেই সব পুড়ে ছাই হয়ে যায়। এবিষয়ে মিরসরাই ফায়ার সার্ভিসের কর্মকর্তা সুধাম পাল জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনি। প্রাথমিক ভাবে ক্ষয় ক্ষতির পরিমাণ প্রায় ১৫ লক্ষ টাকা বলেও তিনি জানান।