রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

ইউএইতে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত, আহত ২

কামরুল হাসান জনি, ইউএই : 
মুহাম্মদ ফরহাদ ও আকতার হোসেন
মুহাম্মদ ফরহাদ ও আকতার হোসেন
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবীতে বুধবার (২ সেপ্টাম্বর) সকালে সড়ক দূর্ঘটনায় তিন প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন আরো দুই প্রবাসী বাংলাদেশি। নিহত ও আহত সবাই চট্টগ্রামের বাসিন্দা। নিহতরা হলেন চট্টগ্রামের রাউজান থানার ৭ নম্বর ইউনিয়নের মুহাম্মদ জাফরের ছেলে মুহাম্মদ ফরহাদ (২৮), রাউজান থানার নোয়াপাড়া এলাকার মুহাম্মদ ইলিয়াছ (৪৫) ও হাটহাজারী থানার কাটির হাট এলাকার আবদুল হালিমের ছেলে মুহাম্মদ আকতার হোসেন। নিহতদের লাশ আল আইন জিমি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
দূর্ঘটনায় আহত রাউজান উপজেলার আধার মানিক এলাকার মুহাম্মদ বেলাল ও মগদাই এলাকার মুহাম্মদ সাইফুল আল আইন আল জিমি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহতের স্বজনরা জানান, বুধবার সকালে তারা কাজের উদ্দ্যেশে আবুধাবী থেকে আল আইন যাওয়ার পথে আনুমানিক সকাল ৭টার সময় আল খাজনাতে এসে হঠাৎ গাড়ীর এক্সসেল ভেঙ্গে যায়। এসময় গতি বেশি থাকায় গাড়ী নিয়ন্ত্র্রন হারিয়ে রাস্তার পাশে লিন্টারের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে তারা মারা যায়।
দূতাবাসের রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরান ও লেবার কাউন্সিলার মুহাম্মদ আরমান উল্লাহ চৌধুরী নিহতদের স্বজনদের সাথে কথা বলেছেন। সব ধরনের প্রসেসিং শেষ করে যতদ্রুত সম্ভব নিহতদের দেশে পাঠানোর ব্যাপারে দূতাবাস আশ্বাস প্রদান করেন। এবং আহতরা যাতে ভাল চিকিৎসা পান সেজন্য সব ধরনের ব্যবস্থা নেয়া হবে বলেও জানান লেবার কাউন্সিলার মুহাম্মদ আরমান উল্লাহ চৌধুরী।
উল্লেখ্য এই রির্পোট লেখা র্পযন্ত নিহত ইলিয়াছের কোন আত্মীয় স্বজনকে পাওয়া যায়নি।