সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

আল কায়েদার বার্তা প্রচার: আটক রাসেলের স্বীকারোক্তি

rab hq rasel_70394
আল-কায়েদা প্রধান আয়মান আল-জাওহারির নামে কথিত অডিও বার্তা ওয়েবসাইটে প্রচারের দায় স্বীকার করেছেন এ অভিযোগে আটক রাসেল বিন সাত্তার। র‌্যাবের সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে রাসেল বিন সাত্তার বলেন, দাওয়া ইল্লালাহ নামে একটি ওয়ার্ড প্রেস আছে। সেইটার লিংক আমার ইমেইলের সাথে এটাস করা। সেখান থেকেই অনেক ভিডিও-অডিও আসতো। আয়মান আল জাওয়াহিরির অডিও টেপটাও সেখান থেকেই এসেছে। এটা প্রচারের জন্য আমিই দায়ী।সংবাদ সম্মেলনে রাসেল বলেন, আমি মূলত ইসলামের আকর্ষণে যেখানে ইসলাম পেয়েছি সেখানেই গিয়েছি। আমার ব্লগের মাধ্যমে আমি ইসলামিক বিভিন্ন বিষয় প্রকাশ করতাম। আবার অনেকেই আছে যারা আমার ব্লগে এবং ফেইসবুকে ইসলামের বিষয় প্রচার করতো।এসময় র‌্যাবের মিডিয়া উইং এর পরিচালক এটিএম হাবিবুর রহমান জানান, রাসেল টাংগাইলের একটি টেক্সটাইল ইন্সটিটিউটের মাস্টার্স শেষ বর্ষের ছাত্র। সে একজন দক্ষ আইটি বিশেষজ্ঞ। সে ফেসবুক ও কয়েকটি ওয়েব সাইটের মাধ্যমে এর আগেও উগ্র মতবাদ ও বাংলাদেশ বিরোধী প্রচারনা চালায়।আল কায়েদা প্রধানের অডিও টেপ ছড়িয়ে দেয়ার অভিযোগে মঙ্গলবার ভোরে টাঙ্গাইলের মাঝিপাড়া এলাকা থেকে রাসেল আটক করে র‌্যাব। আটককালে তার কাছ থেকে তিনটি মোবাইল সেট, দুইটি ল্যাপটপ ও বেশ কিছু ইসলামী সাহিত্যের বই উদ্ধার করা হয়।
উৎস- যুগান্তর