শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

আল ইহসানের পলাতক ৩ কর্মকর্তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

নুর উল্যাহ কায়সার, ফেনী :

titu

ফেনীর বিলুপ্ত হওয়া আল ইহসান মাল্টিপারপার্স কো-অপারেটিভ সোসাইটির পলাতক সভাপতি আরিফুর রহমান মিল্লাত, সম্পাদক কেফায়েত উল্ল্যাহ টিটু ও যুগ্ম-সম্পাদক পেয়ার আহমেদ শামীমকে স্ব-শরীরে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। রবিবার নির্বাহী ম্যাজিষ্ট্রেট জাকিয়া আফরীনের আদালত তাদের বিরুদ্ধে এ আদেশ দেন।
মামলা সূত্রে জানা যায়, ২০০৮ সালে আল ইহসান মাল্টিপারপার্স কো-অপারেটিভ সোসাইটি নামে ফেনীর ডাক্তার পাড়াস্থ আনোয়ার প্লাজায় কার্যক্রম শুরু করে। মাত্র চার বছর পর ২০১২ সালে গ্রাহকদের প্রায় ১০ কোটি আত্মসাৎ করে এ ৩ কর্মকর্তাসহ ৫ জন পালিয়ে যায়। পরে এদের বিরুদ্ধে চলতি বছরের শুরুতে স্ট্যাম্প জালিয়াতির অভিযোগ এনে মামলা দায়ের করেন সোসাইটির সহ-সভাপতি জাফর সেলিম। বরিবার এ মামলায় ওই তিন কর্মকর্তাকে স্ব-শরীরে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

এ ছাড়াও তাদের বিরুদ্ধে ফেনী থানায় একাধিক জিডি, সমবায় আদালত ও জজকোর্টে বেশ কয়েকটি মামলা রয়েছে।