রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

আরব আমিরাতে মীরসরাই সমিতি ঈদ পুনর্মিলনী

মোহাম্মদ মনির উদ্দিন মান্না:- প্রবাসে ঈদে আনন্দের চেয়ে কষ্টই বেশি অনুভূত হয়। তবুও পরিবার-পরিজন দেশে রেখে প্রবাসেই অনেকের ঈদ পালন করতে হয়।আরব আমিরাতে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মীরসরাই সমিতি ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান গত ২ সেপ্টেম্বর,শনিবার, রাত ৮টা, গ্রীন সিটি আল আইন,সির্টি সেন্টার পার্কে অনুষ্ঠিত হয়। ঈদ পূনর্মিলনী যেন প্রবাসে এক টুকরো মীরসরাই পেলো মিরসরাইবাসী !! সকলে ঈদের আনন্দ একসাথে উদযাপন করতে না পারলেও ঈদের পরেরদিন পুনর্মিলনীতে সবাই মিলিত হয়েছেন আনন্দ ভাগাভাগি করতে। এই ঈদ পুনর্মিলনী। উপস্থিত হয়েছিলেন মিরসরাই সমিতি কার্যকরী পরিষদ ও মিরসরাইবাসী সহ বিভিন্ন অঙ্গনের ব্যাক্তিবর্গ। আয়োজকরা বলেন, আমরা সারা বছরই কোন না কোন অনুষ্ঠানের আয়ােজন করে থাকি।এ বছর ঈদের আনন্দ ভাগাভগি করতে এই ঈদ পুনর্মিলনীর আয়োজন।পরে মিরসরাই সমিতির ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।ঈদ পুনর্মিলনীতে উপস্হিত ছিলেন মিরসরাই সমিতির উপদেষ্টা মোহাম্মদ জাফর উল্ল্যাহ, সহ সভাপতি মোহাম্মদ সালাউদ্দিন হেলাল, পৃষ্টাপোষক মোহাম্মদ শাখাওয়াত হোসেন রাসেল, প্রচার সম্পাদক মেসবাহ উদ্দিন, জাতীয় কবিতা মঞ্চ ও দৈনিক যুগান্তর স্বজন সসমাবেশ, আররব আমিরাতের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ জাফর উদ্দিন ভূঁইয়া,সিনিয়র সদস্য সেলিম প্রমুখ।