শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

আরব আমিরাতে জাতীয় কবিতা মঞ্চের জাতীয় শোক দিবস পালন

 

আরব আমিরাত প্রতিনিধিঃ এই প্রথম প্রবাসের মাটিতে সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন যথাযোগ্য মার্যাদায় ও গভীর শ্রদ্ধাঞ্জলির মাধ্যমে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী,স্বাধীনতার মহানায়ক, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান-এর ৪২ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০১৭ পালিত হয়েছে।
জাতির পিতার প্রতি বিনম্র শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে জাতীয় কবিতা মঞ্চ সংযুক্ত আরব আমিরাত এর উদ্যোগে স্মরণ সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় কবিতা মঞ্চ সভাপতি কবি মুহাম্মদ মুসার সভাপতিত্বে অনুষ্টান সঞ্চালনা করেন বিশিস্ট লেখক রাজনীতিবিদ ও জনপ্রিয় উপস্হাপক তোফায়েল আহমেদ চৌধুরী সেলিম, অনুষ্ঠানের শুরুতে প্রবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা মোহাম্মদ নুরুল ইসলাম আল কাদরি
জাতীয় শোক দিবসের শুভেচ্ছা বক্তব্য রাখেন কবি ওবাইদুল হক স্বাগত বক্তব্য জাফর উদ্দিন ভুঁইয়া এতে আরও বঙ্গবন্ধুর জীবনীর উপর বক্তারা স্মৃতিচারণ আলোকপাত করেন সংগঠনের সাহিত্য বিষয়ক উপদেস্টা ডাঃ শেখ শামসুর রহমান, প্রকৌশলী মোহাম্মদ নজরুল ইসলাম হাওলাদার, মোহাম্মদ ফারুক, মোহাম্মদ সোহেল রানা বসির আহম্মদ প্রমুখ
সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীসহ প্রবাসের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিচারণ, আলোচনা সভার শুরুতে বঙ্গবন্ধুর স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে আলোচ্য বিষয় ছিল “বঙ্গবন্ধুর জীবন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, স্বাধীনতা” আমি যেন কবিতায় বঙ্গবন্ধুর কথা বলি।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, এইদিনে নৃশংসভাবে যাদের কে হত্যা করা হয়েছে, তাদের প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করছি এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করছি।
আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করা হয়